SSC Recruitment: বড় খবর! পঞ্চায়েত ভোটের আগেই নয়া শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! তোড়জোড় শুরু স্কুল শিক্ষা দফতরে

Last Updated:

ইতিমধ্যেই প্রধান শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করে ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, শীঘ্রই এই নিয়োগের বিধি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে।

কলকাতা: শিক্ষক নিয়োগে একের পর দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার তদন্ত, সব মিলিয়ে সামগ্রিকভাবে নয়া নিয়োগের পথে ধীরে চলো নীতি নিয়ে ছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। কিন্তু, সূত্রের খবর, এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জারি হতে চলেছে শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি। তবে প্রথম দিকে, প্রধান শিক্ষক নিয়োগকেই অগ্রাধিকার দিতে চাইছে রাজ্য।
ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে কলকাতা হাইকোর্টে যে তথ্য জমা দেওয়া হয়েছিল, সেখানে প্রধান শিক্ষক নিয়োগের পদে ২৩২৫টি শূন্য পদের উল্লেখ ছিল। এবার সেই নিয়োগের শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় পেশ করতে চলেছে স্কুল শিক্ষা দফতর। প্রধান শিক্ষক নিয়োগের জন্য নয়া নিয়োগের বিধি প্রস্তুত করেছে এসএসসি। জানা গেছে, এবার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হবে। পাশাপাশি, পরীক্ষা এবং কাউন্সিলিং-এর ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে বদল এসেছে ইন্টারভিউ-এর নিয়মনীতিতেও।
advertisement
advertisement
বিধি প্রস্তুত করে আইনি পরামর্শ নেওয়ার জন্য বহুদিন আগেই স্কুল শিক্ষা দফতরে পাঠিয়েছিল এসএসসি। আইনি পরামর্শ অনুযায়ী বিধি বিষয়ক খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তাই এবার পঞ্চায়েত ভোটের আগে দ্রুত এসএসসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চাইছে রাজ্যগুলির সূত্রের খবর।
advertisement
তবে শুধু প্রধান শিক্ষক নয়, নবম দশম স্তরে নতুন শিক্ষক নিয়োগের জন্য ফের তোড়জোড় শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। নবম-দশমে ১৩ হাজার ৮৪২ টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টকে সেই তথ্য জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এই শূন্যপদে নিয়োগের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে কোন কোন সংরক্ষিত পদের জন্য কতগুলি করে শূন্যপদ থাকবে, তার তালিকাও চলে এসেছে রাজ্যের কাছে।
advertisement
নবম-দশম স্তরে শিক্ষক নিয়োগের খসড়া বিধিও প্রস্তুত করে স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়েছে এসএসসি। সূত্রের খবর, এসএসসি-র পাঠানো বিধি নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ওই বৈঠকেই নবম দশমের নিয়োগের বিধি চূড়ান্ত করে ফেলা হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর। নবম দশম স্তরে শিক্ষক নিয়োগে খসড়া বিধিতেও স্কুল সার্ভিস কমিশন একাধিক বদল এনেছে। তবে প্রাথমিকভাবে রাজ্যজুড়ে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment: বড় খবর! পঞ্চায়েত ভোটের আগেই নয়া শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! তোড়জোড় শুরু স্কুল শিক্ষা দফতরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement