Amit Shah Bengal Visit: ফেব্রুয়ারিতেই রাজ্যে ফের অমিত শাহ! পঞ্চায়েত ভোটের আগে জোড়া সভার ইঙ্গিত কোথায় কোথায়?

Last Updated:

Amit Shah Bengal Visit: সম্ভবত ১২ই ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন অমিত শাহ। একই দিনে জোড়া সভা করবেন শাহ।

 অমিত শাহ, File Photo
অমিত শাহ, File Photo
কলকাতা: রাজ্য সফরে অমিত শাহ। সম্ভবত ১২ই ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন অমিত শাহ। একই দিনে জোড়া সভা করবেন শাহ। বীরভূমের সিউড়ি আর হুগলির আরামবাগে সভা করতে পারেন অমিত শাহ। সভার পাশাপাশি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন সাংগঠনিক বৈঠকও। খবর বিজেপি সূত্রের।
প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নদিয়া জেলার বেথুয়া ডহরিতে রাজনৈতিক সভা করার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে করেন বৈঠকও। জে পি নাড্ডার পর এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
advertisement
advertisement
কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ বাংলা। আগামী ১২ ফেব্রুয়ারি আমিত শাহর বঙ্গ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি সূত্রের খবর, বীরভূম এবং হুগলির সভাস্থল ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির। প্রশাসনিক অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরকে দেওয়া হয়েছে চিঠিও।
advertisement
বাংলায় নাগরিকত্ব আইন লাগু হওয়ার ব্যাপারে রাজ্য সফরে এসে আগেই শীঘ্রই সিএএ নাগুর কথা বলেছিলেন অমিত শাহ। এবারের সভা থেকে সিএএ নিয়ে কোনও বার্তা দেন কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বঙ্গ বিজেপির পক্ষ থেকে বারবারই শাসক দল তৃণমূল এবং সরকারের বিভিন্ন দুর্নীতি ও বেনিয়ম নিয়ে সরব হতে দেখা যায় পদ্ম শিবিরকে। সে ব্যাপারেও বাংলার মাটিতে দাঁড়িয়ে কোনও বার্তা দেন কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah Bengal Visit: ফেব্রুয়ারিতেই রাজ্যে ফের অমিত শাহ! পঞ্চায়েত ভোটের আগে জোড়া সভার ইঙ্গিত কোথায় কোথায়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement