Suvendu Adhikari: রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান 'বয়কট' শুভেন্দু অধিকারীর! সোশ্যাল মিডিয়ায় লিখলেন 'এই' কারণ
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: আমন্ত্রণ পেয়েও কেন তিনি রাজভবনে গেলেন না সে ব্যাপারে ট্যুইট ও ফেসবুক পোস্টে ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু।
কলকাতা: রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান 'বয়কট' করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ পেয়েও কেন তিনি রাজভবনে গেলেন না সে ব্যাপারে ট্যুইট ও ফেসবুক পোস্টে ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু। শিক্ষায় দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ ভবনের অনুষ্ঠানে তাঁর হাজির না থাকার বিষয়টি সামনে এনেছেন।
কারণ হিসেবে তাঁর পোস্টে শুভেন্দু উল্লেখ করেছেন,'যোগ্য প্রার্থীরা চাকরি পাননি অথচ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক বর্তমানে জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠান কার্যত রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে'।
advertisement
বৃহস্পতিবার বেলা তিনটেয় শুভেন্দু অধিকারী ট্যুইটেও দাবি করেন,' সাধারণ মানুষের করের টাকায় হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন রাজভবনের গরিমা নষ্ট করল। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দুর কথায়,'শিক্ষার প্রথম ধাপ হাতেখড়ি।
advertisement
আর এই সময় যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের, তখন সরকারিভাবে ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টায় মরিয়া সরকারপক্ষ'। ট্যুইটের একেবারে শেষ লাইনে রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানকে 'শিক্ষা দফতরের হাতে হাতকড়ি' বলেও কটাক্ষ করেন শুভেন্দু।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 7:04 PM IST