Mamata Banerjee About Bengali Language: ‘যেখানে কাজ করি, সেখানকার ভাষা শেখা দরকার’ রাজ্যপালের হাতেখড়িতে বাংলার সওয়াল মমতার

Last Updated:

Mamata Banerjee About Bengali Language: ভাষার এক আশ্চর্য মেলবন্ধন দেখল রাজ্য৷

রাজভবনের অনুষ্ঠানে মমতা
রাজভবনের অনুষ্ঠানে মমতা
কলকাতা: রাজভবনের অনুষ্ঠান থেকে সরস্বতী পুজোর দিন বাংলা ভাষার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন রাজভবনের প্রাঙ্গনে রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেই সাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত-সহ অনেকে৷ সেখানেই ভাষার এক আশ্চর্য মেলবন্ধন দেখল রাজ্য৷
রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘১৯৪০ সালে মহাত্মা গান্ধি বাংলা শিখেছিলেন। প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি বাংলায় কথা বলেন যখনই ওঁর সঙ্গে কথা হয়। আপনি শুনে অবাক হবেন যে, বাংলা এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ কথিত ভাষা, বিশ্বে এই বাংলা ৫ নম্বরে। কিন্তু আমরা সব ভাষা শিখতে চাই। বৈচিত্রের মধ্য ঐক্য। এখানে আমাদের ইউনাইটেড ইন্ডিয়া-এর মতো। গান্ধিজি তাঁর বেশিরভাগ সময় বাংলাতে কাটিয়েছেন। আমরা যেখানেই কাজ করি সেখানকার স্থানীয় ভাষা শেখা দরকার। এটা একটা নতুন আইডিয়া।’’
advertisement
advertisement
আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া
পাল্টা রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, ‘‘আমি বাংলা শিখব৷ বাংলা সুন্দর ভাষা৷ আমি বাংলাকে ভালবাসি৷’ পাশাপাশি, রাজ্যপালের মুখে এ দিন শোনা যায় জয় বাংলা স্লোগানও৷ তিনি বলেন, জয় বাংলা৷ পুরোপুরি বাংলাতেই নিজের বক্তব্য পেশ করেন তিনি৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এ দিন মালায়লী ভাষায় কথা বলতে শোনা যায়৷ এ দিন মুখ্যমন্ত্রী বর্ণপরিচয়ের একটি কপি তুলে দেন রাজ্যপালের হাতে৷
advertisement
রাজ্যপালের বাংলা শেখার প্রসঙ্গে মুখ্যনমন্ত্রী বলেন, ‘‘রাজ্যপাল বাংলা শিখছেন দেখে আমি খুবই আনন্দিত৷ আমি রাজ্যপালকে ধন্যবাদ জানাই আমাদের মাতৃভাষা শেখার জন্য৷ আমি আশা করব সরস্বতী ঠাকুর আপনাকে আশির্বাদ করবেন৷ আমিও মালয়লী শব্দ লিখতে পারি৷’’ এরপর বর্ণ পরিচয় রাজ্যপালের হাতে তুলে দিয়ে মমতা বলেন, ‘আমি চাই, এটা আপনি দেখুন৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee About Bengali Language: ‘যেখানে কাজ করি, সেখানকার ভাষা শেখা দরকার’ রাজ্যপালের হাতেখড়িতে বাংলার সওয়াল মমতার
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement