Saraswati Puja 2023: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া

Last Updated:
Saraswati Puja 2023: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় স্কুলে।
1/6
স্কুলে হবে না সরস্বতী পুজো। স্কুলের ছাত্র সংখ্যা মাত্র এক! (তথ্য ও ছবি-- সুজিত ভৌমিক/ সর্বানন্দ মিশ্র)
স্কুলে হবে না সরস্বতী পুজো। স্কুলের ছাত্র সংখ্যা মাত্র এক! (তথ্য ও ছবি-- সুজিত ভৌমিক/ সর্বানন্দ মিশ্র)
advertisement
2/6
বাগদেবীর আরাধনা নিয়ে তৎপরতা যখন সব স্কুলে স্কুলে, তখন সরস্বতী পুজো নিয়ে কোনও রকম কোন প্রস্তুতিই নেই পূর্ব মেদিনীপুরের এই স্কুলে।
বাগদেবীর আরাধনা নিয়ে তৎপরতা যখন সব স্কুলে স্কুলে, তখন সরস্বতী পুজো নিয়ে কোনও রকম কোন প্রস্তুতিই নেই পূর্ব মেদিনীপুরের এই স্কুলে।
advertisement
3/6
রীতিমতো ছাত্র সংকটে ভুগতে থাকা স্কুলটি এখন প্রায় বন্ধের মুখে। সংকটে পূর্ব মেদিনীপুরের তমলুকের আলুয়াচক জুনিয়র হাইস্কুল।
রীতিমতো ছাত্র সংকটে ভুগতে থাকা স্কুলটি এখন প্রায় বন্ধের মুখে। সংকটে পূর্ব মেদিনীপুরের তমলুকের আলুয়াচক জুনিয়র হাইস্কুল।
advertisement
4/6
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় স্কুলে। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র একজন। সেই একজন ছাত্রকে আবার পড়াতে শিক্ষক আসেন তিনজন।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় স্কুলে। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র একজন। সেই একজন ছাত্রকে আবার পড়াতে শিক্ষক আসেন তিনজন।
advertisement
5/6
স্বাভাবিক ভাবেই সেই স্কুলে সরস্বতী পুজোর আয়োজন দেখা গেল না পুজোর একদিন আগেও।
স্বাভাবিক ভাবেই সেই স্কুলে সরস্বতী পুজোর আয়োজন দেখা গেল না পুজোর একদিন আগেও।
advertisement
6/6
বিদ্যালয়ে পড়ুয়া না থাকার কারণ হিসেবে স্থানীয় অভিভাবকদের দিকে আঙুল তুলছেন শিক্ষকরা। শুধু তাই নয় বিদ্যালয় প্রাঙ্গনে অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ তাঁদের। (তথ্য ও ছবি-- সুজিত ভৌমিক/ সর্বানন্দ মিশ্র)
বিদ্যালয়ে পড়ুয়া না থাকার কারণ হিসেবে স্থানীয় অভিভাবকদের দিকে আঙুল তুলছেন শিক্ষকরা। শুধু তাই নয় বিদ্যালয় প্রাঙ্গনে অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ তাঁদের। (তথ্য ও ছবি-- সুজিত ভৌমিক/ সর্বানন্দ মিশ্র)
advertisement
advertisement
advertisement