আরও পড়ুন: দুই পরিবারের জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র রায়দিঘি, গুরুতর আহত ১০
এই জলাধার নির্মাণ প্রসঙ্গে কোচবিহারের টাকাগাছ রাজারহাট পঞ্চায়েতের প্রধান মিনা সিনহা বলেন, এলাকায় আগে থেকে দুটি জলাধার আছে। তবে এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করার ফলে সবার বাড়িতে ওই দুটি জলাধার থেকে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তাই আরেকটি জলাধার তৈরি করা হচ্ছে। বেশ দ্রুত গতিতেই কাজ চলছে। আগামী কয়েকমাসের মধ্যে জলাধারটি তৈরি হয়ে যাবে। তারপর বাকি থাকা বাড়িগুলিতেও জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে।
advertisement
এলাকায় নতুন আরেকটি জলাধার নির্মাণ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাবিনা বিবি জানান, এলাকায় বেশিরভাগ বাড়িতে জলের লাইন এসে পৌঁছলেও তাঁদের বাড়িতে এখনও পাইপলাইনের মাধ্যমে জলের সংযোগ দেওয়া হয়নি। তাই পানীয় জলের জন্য রাস্তার কলের সামনে প্রতিদিন লাইন দিতে হয়। এই নতুন জলাধারটি চালু হয়ে গেলে সেই সমস্যা মিটে যাবে বলে তাঁর আশা।
সার্থক পণ্ডিত