TRENDING:

Coochbehar News: জলের সমস্যা দূর করতে তৈরি হচ্ছে নতুন জলাধার, পঞ্চায়েত ভোটের আগে খুশির হাওয়া গ্রামে

Last Updated:

আগামী কয়েকমাসের মধ্যে জলাধারটি তৈরি হয়ে যাবে। তারপর বাকি থাকা বাড়িগুলিতেও জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝে স্বস্তির খবর। কোচবিহার সদর শহর লাগোয়া টাকাগাছ রাজারহাট পঞ্চায়েতে তৈরি হচ্ছে নতুন জলাধার। এই জলাধার তৈরি হয়ে গেলে আশেপাশের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। গত বছর এই জলাধার নির্মাণের কাজ শুরু হয়েছে। ৬ মাস হয়ে গেল কাজ চলছে। প্রশাসন সূত্রে খবর, আর কিছুদিনের মধ্যেই জলাধার তৈরির কাজ শেষ হয়ে যাবে। এতে খুশি এলাকার মানুষ। এলাকায় বেশ কিছু বাড়িতে এখনও পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছনো সম্ভব হয়নি। এই জলাধার তৈরি হয়ে গেলে সেই সমস্যাও মিটে যাবে।
advertisement

আরও পড়ুন: দুই পরিবারের জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র রায়দিঘি, গুরুতর আহত ১০

এই জলাধার নির্মাণ প্রসঙ্গে কোচবিহারের টাকাগাছ রাজারহাট পঞ্চায়েতের প্রধান মিনা সিনহা বলেন, এলাকায় আগে থেকে দুটি জলাধার আছে। তবে এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করার ফলে সবার বাড়িতে ওই দুটি জলাধার থেকে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তাই আরেকটি জলাধার তৈরি করা হচ্ছে। বেশ দ্রুত গতিতেই কাজ চলছে। আগামী কয়েকমাসের মধ্যে জলাধারটি তৈরি হয়ে যাবে। তারপর বাকি থাকা বাড়িগুলিতেও জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে।

advertisement

এলাকায় নতুন আরেকটি জলাধার নির্মাণ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাবিনা বিবি জানান, এলাকায় বেশিরভাগ বাড়িতে জলের লাইন এসে পৌঁছলেও তাঁদের বাড়িতে এখনও পাইপলাইনের মাধ্যমে জলের সংযোগ দেওয়া হয়নি। তাই পানীয় জলের জন্য রাস্তার কলের সামনে প্রতিদিন লাইন দিতে হয়। এই নতুন জলাধারটি চালু হয়ে গেলে সেই সমস্যা মিটে যাবে বলে তাঁর আশা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: জলের সমস্যা দূর করতে তৈরি হচ্ছে নতুন জলাধার, পঞ্চায়েত ভোটের আগে খুশির হাওয়া গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল