South 24 Parganas News: দুই পরিবারের জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র রায়দিঘি, গুরুতর আহত ১০
- Published by:kaustav bhowmick
Last Updated:
দু'পক্ষই একে অপরের উপর মোটা লাঠি, বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় ১০ জন জখম হন। আহতদের ৫ জন মহিলাও আছেন।
দক্ষিণ ২৪ পরগনা: দুই পরিবারের জমিবিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল রায়দিঘি। এই ঘটনায় দু'পক্ষের মোট ১০ জন গুরুতর আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, রায়দিঘির পুন্দরপুর গ্রামের ওবাইদুল্লা মোল্লার পরিবারের সঙ্গে সারাফত মোল্লার পরিবারের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদকে কেন্দ্র করেই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। গ্রামবাসীদের দাবি, সারাফত মোল্লার পরিবারের সদস্যরা প্রথম ওবাইদুল্লা মোল্লার পরিবারের উপর হামলা করে। পাল্টা হামলা চালায় ওবাইদুল্লা মোল্লার লোকজন। দু'পক্ষই একে অপরের উপর মোটা লাঠি, বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় ১০ জন জখম হন। আহতদের ৫ জন মহিলা আছে। আহতদের প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থার অবনতি ঘটলে তাঁদের ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
এই সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। এখনও গ্রামে উত্তেজনা আছে। তবে বিশাল পুলিশ বাহিনী আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনার পরই দুই পক্ষের বেশ কিছু অভিযুক্ত গ্রাম ছেড়ে পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2023 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দুই পরিবারের জমি নিয়ে বিবাদের জেরে রণক্ষেত্র রায়দিঘি, গুরুতর আহত ১০









