স্থানীয় সূত্র মারফত জানা যায়, 'শনিবার সকালে আলিপুরদুয়ার থেকে বোলেরো গাড়িটি জামালদা উদ্দেশ্যে যাচ্ছিল। বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের বেঙ্গল দই এলাকায় রাজ্য সড়কের একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে একটি ১৮ চাকার ট্রাকের মধ্যে। ঘটনাস্থলে দুমড়ে মুছে যায় গাড়িটি। তবে গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজন গুরুতর জখম হন। বাকি দুজন সামান্য আঘাত পেয়েছেন। দুজনকে চিকিৎসার উদ্দেশ্যে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হলেও, পরবর্তীতে তাদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।'
advertisement
আরও পড়ুনঃ মদনমোহন মন্দিরে প্রাচীন রীতি মেনে আজও হয় লক্ষ্মী পুজো
দুর্ঘটনা গ্রস্থ গাড়ি চালক কানাই দেবনাথ বলেন, "রাজ্য সড়কের একটি বাঁকের মুখে আচমকায় তিনি একটি ১৮ চাকার ট্রাক দেখতে পান। তিনি হর্ন বাজালেও ট্রাকটি আচমকাই তার দিকে চেপে যায়। তখন তিনি গাড়িতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারেন ট্রাকের সাইডে। তিনি এবং অন্য আরেকজন সামান্য আঘাত পান। তবে গাড়িতে থাকা অন্য দুজন গুরুতর জখম হন। তবে তাদের প্রথম অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও। পরবর্তীতে তাদের কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানন্তরিত করা হয়।"
Sarthak Pandit