Cooch Behar News: মদনমোহন মন্দিরে প্রাচীন রীতি মেনে আজও হয় লক্ষ্মী পুজো

Last Updated:

রাজ আমলের প্রাচীন রীতি ও প্রথা মেনে আজও কোচবিহার মদনমোহন বাড়িতে মহালক্ষীর পুজো আয়োজন করা হয়। রাজ আমলে এই মহালক্ষ্মী পুজো করা হতো কোচবিহার রাজবাড়িতে।

+
মদনমোহন

মদনমোহন মন্দিরে কাঠামো তৈরি

#কোচবিহার : রাজ আমলের প্রাচীন রীতি ও প্রথা মেনে আজও কোচবিহার মদনমোহন বাড়িতে মহালক্ষীর পুজো আয়োজন করা হয়। রাজ আমলে এই মহালক্ষ্মী পুজো করা হতো কোচবিহার রাজবাড়িতে। পরবর্তী সময়ে মদনমোহন মন্দির স্থাপন করার পর এই পুজো স্থানান্তরিত করা হয় মদনমোহন বাড়িতে। একটা সময় কোচবিহারের রাজারা এই মহলক্ষ্মীর পুজো করতেন ধন-ধান্যে ঐশ্বর্যপূর্ণ হওয়ার জন্য। তবে এই প্রথা আজও মানা হচ্ছে কোচবিহার মদনমোহন বাড়িতে। পূর্ণিমার পুণ্য লগ্নে কোচবিহার মদনমোহন বাড়িতে আয়োজন করা হয় এই পুজোর।
একটা সময় কোচবিহার রাজারা এই পুজোর তত্ত্বাবধানে থাকতেন। বর্তমান সময়ে রাজারা আর নেই। তাই এই পুজোর সবকিছু পরিচালনা করে কোচবিহার দেবতার ট্রাস্ট বোর্ড। আর মাত্র হাতে গোনা একটা দিন বাকি। তাই পুজোর প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের তোড়জোর চলছে। কোচবিহার মহারাজাদের সূচনা করা এই মহালক্ষ্মীর পুজোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এখানে লক্ষ্মী দেবীর পাশে থাকেন না তার বাহন প্যাঁচা। তার বদলে থাকেন এখানে চারটি সাদা রংয়ের হাতি।
advertisement
আরও পড়ুনঃ ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা গাড়ির! আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই
এছাড়া এই মহালক্ষ্মীর পুজোর সময় এখানে পুজো করা হয় ইন্দ্র দেবেরও। দেবী এখানে ত্রিনয়না। এছাড়াও দেবীর চারটি হাত দেখতে পাওয়া যায়। দেবীর হাতে এখানে থাকে পদ্ম, ধানের ছড়া, একটিতে তিনি দেন সকলকে আশীর্বাদ এবং অন্য আরেকটিতে তিনি ধরে রাখেন মঙ্গল কৌটো। মদনমোহন মন্দির স্থাপনের পর থেকে এই মহা লক্ষ্মীর মূর্তি মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে তৈরি হয়ে আসছে। বংশ পরম্পরায় এই মূর্তি তৈরি করে আসছেন একজন প্রতিমা শিল্পী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঐতিহ্য টিকিয়ে রাখতে আজও লক্ষ্মীর মাটির সড়া তৈরি করেন কোচবিহারের মৃৎশিল্পীরা
প্রতিমা শিল্পী প্রভাত চিত্রকর বলেন, "আনুমানিক প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে আমি এই মূর্তি তৈরি করে আসছি। আগে আমার পূর্বপুরুষেরা এই মূর্তি তৈরি করতেন রাজ আমলের রাজাদের জন্য। পরবর্তী সময়ে এই মূর্তি তৈরির দায়িত্ব পাই আমি। বর্তমানে রাজ আমল অতীত এখন দেবোত্তর ট্রাস্ট বোর্ড এই পুজোর সমস্ত কিছু পরিচালনা করে। তবে রাজ আমলের প্রাচীন রীতি প্রথা ঐতিহ্য মেনে এখনো পর্যন্ত একই রকম ভাবে এই মূর্তি তৈরি করা হয় মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: মদনমোহন মন্দিরে প্রাচীন রীতি মেনে আজও হয় লক্ষ্মী পুজো
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement