আতঙ্কগ্রস্ত বাসিন্দাদের মধ্যে একজন প্রবীণ মানুষ দীনেশ বর্মন জানান, "কয়েক যুগ ধরে এখানের এই খাস জমিতে বংশ পরম্পরায় বাস করে আসছেন তারা। প্রশাসনের কাছে বারংবার আবেদন জানিয়েও মেলেনি জমির পাট্টা। তাই এদিন পাট্টার দাবিতে গোটা এলাকার মানুষেরা বিক্ষোভ দেখান।" তাদের বর্তমানে দাবি জমির সঠিক পাট্টার কাগজ দেওয়া হোক।
আরও পড়ুনঃ বকেয়া টাকা না মিটিয়েই পলাতক মহাজন! অবস্থান বিক্ষোভ আলু চাষীদের
advertisement
যদি এই পাট্টার কাগজ তাদের না দেওয়া হয়। তবে আগামীতে তারা আরোও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। নিজের এতদিনের বসত ভিটে হারানোর ভয়ে প্রতিদিন দিন কাটছে এই এলাকার মানুষদের। দিনহাটা ১ ব্লকের বিডিও মদনমোহন মুর্মু এই বিষয়ে জানান, যদি এই এলাকার মানুষদের সঠিক পাট্টার কাগজ না থাকে। তাহলে সরকারি ভাবে সেই বিষয়টি দেখা হবে। এবং দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুনঃ তোর্সা নদীতে স্নান করতে নেমে চরম পরিণতি দুই কিশোরীর!
তবে কেনো এখনোও তাদের এই সমস্যা রয়ে গিয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা চালানো হচ্ছে। তবে জমির পাট্টার কাগজ না থাকার ফলে যদি এই মানুষদের ভিটে মাটি ছাড়তে হয় তবে তার রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এদের জন্য। তবে সরকারি ভাবে যত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে ততই ভালো হবে এই মানুষদের জন্য।
Sarthak Pandit