আরও পড়ুন: ‘লোকসভার আগে অভিষেককে নাকি গ্রেফতার করা হবে’, গোপন ‘মেসেজের’ কথা তুলে আক্রমণ মমতার
কোচবিহার জেলার এই থিম রেস্টুরেন্ট আবারও নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে দুর্গাপুজোর মুখে। এবার তাঁরা ভোজন রসিক বাঙালিদের জন্য পুজো উপলক্ষে মেনুতে নিয়ে এসেছেন বেশ কিছু চমক। এর একটি হচ্ছে চিকেন লাবাবদার, অন্যটি হল সাংহাই রোল। এছাড়াও তাঁরা স্টুডেন্ট ও রেস্টুরেন্টের সিক্রেট কার্ড হোল্ডারদের জন্য বিশেষ ছাড় দিচ্ছেন।
advertisement
হীরক রাজার দেশে রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার অনীশ দাস জানান, মাথাভাঙা শহরের মানুষদের কাছে প্রথম থেকেই পছন্দের তালিকায় রয়েছে হীরক রাজার দেশে। তবে এবারের পুজোয় সকল ভোজন রসিকদের জন্য থাকছে বিশেষ কিছু সংযোজন। যা মূলত পুজোর কথা মাথায় রেখেই শুরু করা হচ্ছে। আশা এই পদগুলি সকলের পছন্দ হবে।
তবে শুধুমাত্র পুজোর সময়ই নয়, যেকোনও অনুষ্ঠান, বার্থডে পার্টির জন্য টেবিল বুক হয় এখানে। নিজের ভালবাসার মানুষটিকে নিয়েও যেতে পারবেন এই থিম রেস্টুরেন্টে। কর্নধার অনীশ দাস জানান, এবার পুজোর জন্য অনেক ধরনের অফার এবং কম বাজেটের বেশ সুস্বাদু খাবার নিয়ে আসা হয়েছে। এখানে ভারতীয় খাওয়ারের বিপুল সম্ভার আছে, পাশাপশি রয়েছে চাইনিজ ফাস্ট ফুড। সবকিছুই মধ্যবিত্তের সাদ্ধ্যের মধ্যে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টে পুজোর সময় প্রচুর খাদ্য রসিক বাঙালি ভিড় করবেন বলে অনীশবাবুর আশা।
সার্থক পণ্ডিত