TRENDING:

Theme Restaurant: পুজোয় চমক হীরক রাজার দেশে, নতুন পদ নিয়ে স্বাগত জানাচ্ছে ভূতের রাজা

Last Updated:

দুর্গাপুজোর আগে বড় চমক মাথাভাঙার হীরক রাজার দেশে রেস্টুরেন্টের, তাদের মেনুতে জুড়ছে সাংহাই রোল ও চিকেন লাবাবদার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সত্যজিৎ রায়ের গুপি গাইন-বাঘা বাইন সিনেমায় গুপি-বাঘার কাজে খুশি হয়ে ভূতের রাজা তিনটি বর দিয়েছিলেন। তার একটি ছিল, যা খেতে ইচ্ছে করবে হাতে তালি দিলেই গুপি-বাঘার সামনে সেটা এসে হাজির হবে। আর সেই গুপি-বাঘা ছিল হীরক রাজার দেশে সিনেমাতেও। ভূতের রাজার এই বরের সঙ্গে বাঙালির চরিত্রগত বৈশিষ্ট্যের অপূর্ব মিল, সে সর্বদাই ভোজন রসিক। আর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় খাওয়া-দাওয়াটা একটু বেশিই ভাল হয়। এই বিষয়টি মাথায় রেখে মাথাভাঙায় এক বছর আগে শুরু হয়েছিল থিম রেস্টুরেন্ট ‘হীরক রাজার দেশে’। এই এসি ফ্যামিলি রেস্টুরেন্টের পরিবেশ অনেকটাই হীরক রাজার দরবারের মতো।
advertisement

আরও পড়ুন: ‘লোকসভার আগে অভিষেককে নাকি গ্রেফতার করা হবে’, গোপন ‘মেসেজের’ কথা তুলে আক্রমণ মমতার

কোচবিহার জেলার এই থিম রেস্টুরেন্ট আবারও নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে দুর্গাপুজোর মুখে। এবার তাঁরা ভোজন রসিক বাঙালিদের জন্য পুজো উপলক্ষে মেনুতে নিয়ে এসেছেন বেশ কিছু চমক। এর একটি হচ্ছে চিকেন লাবাবদার, অন্যটি হল সাংহাই রোল। এছাড়াও তাঁরা স্টুডেন্ট ও রেস্টুরেন্টের সিক্রেট কার্ড হোল্ডারদের জন্য বিশেষ ছাড় দিচ্ছেন।

advertisement

হীরক রাজার দেশে রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার অনীশ দাস জানান, মাথাভাঙা শহরের মানুষদের কাছে প্রথম থেকেই পছন্দের তালিকায় রয়েছে হীরক রাজার দেশে। তবে এবারের পুজোয় সকল ভোজন রসিকদের জন্য থাকছে বিশেষ কিছু সংযোজন। যা মূলত পুজোর কথা মাথায় রেখেই শুরু করা হচ্ছে। আশা এই পদগুলি সকলের পছন্দ হবে।

advertisement

তবে শুধুমাত্র পুজোর সময়ই নয়, যেকোনও অনুষ্ঠান, বার্থডে পার্টির জন্য টেবিল বুক হয় এখানে। নিজের ভালবাসার মানুষটিকে নিয়েও যেতে পারবেন এই থিম রেস্টুরেন্টে। কর্নধার অনীশ দাস জানান, এবার পুজোর জন্য অনেক ধরনের অফার এবং কম বাজেটের বেশ সুস্বাদু খাবার নিয়ে আসা হয়েছে। এখানে ভারতীয় খাওয়ারের বিপুল সম্ভার আছে, পাশাপশি রয়েছে চাইনিজ ফাস্ট ফুড। সবকিছুই মধ্যবিত্তের সাদ্ধ্যের মধ্যে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টে পুজোর সময় প্রচুর খাদ্য রসিক বাঙালি ভিড় করবেন বলে অনীশবাবুর আশা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Theme Restaurant: পুজোয় চমক হীরক রাজার দেশে, নতুন পদ নিয়ে স্বাগত জানাচ্ছে ভূতের রাজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল