Mamata Banerjee Abhishek Banerjee: 'লোকসভার আগে অভিষেককে নাকি গ্রেফতার করা হবে', গোপন 'মেসেজের' কথা তুলে আক্রমণ মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগেই মঞ্চ থেকে একের পর এক আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: রাজ্যের একাধিক দুর্নীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এমনকী ইতিমধ্যেই একাধিকবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখেই পড়েছেন অভিষেক। এই পরিস্থিতিতে কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে সোমবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বময় নেত্রীর কথায়, ”কালকে একজন মেসেজ দিচ্ছে। অভিষেককে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে। কেন ভাই! অভিষেক কী করেছে? অনেক সরকার দেখেছি, এমন প্রতিহিংসাপরায়ণ সরকার দেখিনি।”
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগেই মঞ্চ থেকে একের পর এক আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, ”আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি, সিবিআইয়ের কাছে,আমি বলছি একটা ফাঁসির মঞ্চ করো। আমি যেদিন এসেছি, তার পরের দিন ইডি-কে রেইড করতে পাঠিয়েছে। আমার অফিসের কম্পিউটারে ১৬ টা ফাইল ডাউনলোড করে এসেছে। আবার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যদি রেইড করত, তাহলে আপনারাই বলতেন কলেজের লিস্ট পাওয়া যেত।”
advertisement
advertisement
এমনকী অভিষেক যখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখনও বিরোধীরা তাঁর দেশে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করে কটাক্ষও করেছিলেন। সেই প্রসঙ্গ তুলেও তিনি বলেন, ”আমি চিকিৎসার জন্য বাইরে গেছি। এমনভাবে তোলা হল যে, আমি ফিরব না। আমার পদবি মোদি, মাল্য নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে লড়াই করতে জানি।”
advertisement
এদিন, সভামঞ্চ থেকে অভিষেক বলেন, ”আগামিদিনে ওদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। যারা বলেছিল অভিষেককে ঢুকতে দেবে না, মনে আছে, আমাকে বনগাঁয় ঢুকতে দেয়নি। কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর আমাকে মন্দিরে ঢুকতে দেয়নি। নিজের বুথে হেরেছে। চমকানো দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে। এখনকার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটা দত্তক নিয়েছিলেন, সেই গ্রামটা হেরেছে। যারা নিজের বুথে জিততে পারবে না, তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 2:33 PM IST