উল্টে প্রত্যেক সপ্তাহে গোডাউন খালি করে দেওয়া হচ্ছে। গ্রাহকদেরকে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না অথচ গোডাউন ভর্তি মাল কিভাবে খালি হয়ে যাচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠিতে শুরু করেছে। অন্য আরেকজন গ্রাহক মুনমুন পাল জানিয়েছেন, "তিনি তার বাড়ির দোতলা থেকে মাঝে মাঝেই দেখেন যে রেশন দোকানের গোডাউন ভর্তি রেশন সামগ্রী পিছন রাস্তা দিয়ে সরিয়ে নেওয়া হয় অন্যত্র জায়গায়।" সেই রেশন সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে, ডিলার অন্য কোথাও বিক্রি করেন বলে সন্দেহ প্রকাশ করেছেন মুনমুন পাল।
advertisement
আরও পড়ুনঃ অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে বিসর্জন ঘাট! দ্রুত পরিষ্কারের দাবি স্থানীয়দের
তবে রেশন দোকানের পক্ষ থেকে টুম্পা ঘোষ জানিয়েছেন, "রেশন দোকানের ডিলারশিপ তার শাশুড়ি মায়া রানী ঘোষের নামে রয়েছে। তিনি প্রচন্ড অসুস্থ থাকায় বর্তমানে টুম্পা দেবী রেশন দোকান দেখাশোনা করেন।" পাশাপাশি তিনি আরোও জানিয়েছেন, "গ্রাহকরা যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ন মিথ্যা। প্রত্যেক মাসের রেশন সকলকে দিয়ে দেওয়া হয়।"
আরও পড়ুনঃ দীর্ঘদিন বাদে শুরু হতে চলেছে মাথাভাঙ্গা বাঁধের রাস্তা সংস্কারের কাজ
পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক একজন বয়স্ক মহিলা গুরুতর অভিযোগ করে জানিয়েছেন, "মাসখানেক আগে তিনি রেশন দোকানে তার রেশন কার্ডটি জমা দিয়েছিলেন। তবে তাকে রেশন দেওয়া হয়নি। তিনি রেশন কার্ডটি ফেরত চাইলে রেশন দোকানের পক্ষ থেকে বলা হচ্ছে রেশন কার্ডটি খুঁজে পাওয়া যাচ্ছে না।" এই অবস্থায় খুব সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই বৃদ্ধা মহিলা। রেশন দোকানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন গ্রাহকরা, সেটা কতটা সত্যি বা মিথ্যা এই বিষয় নিয়ে প্রশ্ন উঠিতে শুরু করেছে একাধিক।
Sarthak Pandit