Cooch Behar News: অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে বিসর্জন ঘাট! দ্রুত পরিষ্কারের দাবি স্থানীয়দের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
তোর্সা নদী আজ দূষণের কবলে পড়ে নিজের ঐতিহ্য হারিয়েছে। বিসর্জন ঘাটের জলে ভাসছে প্লাস্টিক, এছাড়াও রয়েছে সিমেন্টের বস্তা থেকে শুরু করে গৃহস্থালির বর্জ্য।
#কোচবিহার: তোর্সা নদী আজ দূষণের কবলে পড়ে নিজের ঐতিহ্য হারিয়েছে। বিসর্জন ঘাটের জলে ভাসছে প্লাস্টিক, এছাড়াও রয়েছে সিমেন্টের বস্তা থেকে শুরু করে গৃহস্থালির বর্জ্য। পাড়ের কিছু অংশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রীর অবশিষ্ট অংশ। জঙ্গলে ও আবর্জনায় ভরে গিয়েছে বিসর্জন ঘাটের চত্বর। মূলত এ কারণেই দূষিত হয়ে পড়ে রয়েছে বিসর্জন ঘাটের একাংশ। কিছু মানুষের অসচেতনতার অভাবেই নষ্ট হয়ে যাচ্ছে বিসর্জন ঘাটের পরিবেশ। তবে এ বিষয়ে নজরদারির প্রয়োজন কোচবিহার জেলা প্রশাসনের। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গা পুজোর তবে এখনও পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন করা হয়নি বিসর্জন ঘাট।
এই বিসর্জন ঘাটে বিকেল হলেই প্রচুর মানুষেরা ভিড় জমান ঘুরতে আসার জন্য। তবে এই অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ কিছুটা হলেও মানুষের আনাগোনা কমিয়েছে এই বিসর্জন ঘাটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, 'কোচবিহার বিসর্জন ঘাট দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হোক।' একটা সময় এই বিসর্জন ঘাটের পাশে বেসরকারি ভাবে পার্কের মত জায়গা তৈরি করা হয়েছিল। তখন বিকেলের সময় প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা এই পার্কে খেলাধুলা করতে আসত।
advertisement
advertisement
তবে বর্তমানে সেটি সঠিক পরিচর্যার অভাবে ভাঙ্গা এবং আগাছায় পরিপূর্ণ হয়ে পড়ে রয়েছে। বিসর্জন ঘাঁটের প্রতি দীর্ঘ এই অবহেলা বন্ধ করা হোক এমনটাই দাবি জানিয়েছেন কোচবিহারের অধিকাংশ বাসিন্দারা। তবে প্রতিবছর দুর্গা পুজার সময় এই ঘাটটি পরিষ্কার করা হয়ে থাকে। সমস্ত রকম জঙ্গল ও আগাছা সাফাই করে, আবর্জনা পরিষ্কার করে, ঘাটটিকে প্রতিমা বিসর্জনের উপযুক্ত করে তোলা হয়।
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিন বাদে শুরু হতে চলেছে মাথাভাঙ্গা বাঁধের রাস্তা সংস্কারের কাজ
তবে এই বছর এখনও কেনো কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না তা নিয়ে একাধিক প্রশ্ন উঠিতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। তবে এ বিষয় নিয়ে কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, "কিছুদিনের মধ্যেই বিসর্জন ঘাট পরিদর্শন করে যাবতীয় দরকারি পদক্ষেপ নেওয়া হবে।"
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 23, 2022 8:03 PM IST