আরও পড়ুন: চলন্ত গাড়ির টায়ার পাংচার করে ছিনতাইয়ের চেষ্টা! পুলিশ খবর পেতেই যা হল
মাটির দাম বৃদ্ধির কারণে ধাতুর তৈরি প্রদীপ ও ধুনুচির ব্যবহার বাড়বে বলে আশঙ্কা করছেন মৃৎশিল্পীরা। সেই সঙ্গে প্রদীপের বিকল্প হিসেবে বৈদ্যুতিক বাতির প্রচলন আরও বাড়তে পারে। এতে ভবিষ্যতে তাঁরা নিজেদের পেশা টিকিয়ে রাখতেই সমস্যায় পড়বেন বলে মৃৎশিল্পীদের আশঙ্কা।
advertisement
কোচবিহারের এক প্রবীণ মৃৎশিল্পী নিখিল পাল এই প্রসঙ্গে বলেন, মাটির জিনিসের সঙ্গে বাংলার লোকসংস্কৃতি বন্ধন বেশ অনেকটাই পুরনো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ সেই গাঁটছড়া আলগা হয়ে যাচ্ছে। তবে এখনও পুজো এলেই এই সমস্ত জিনিসের কদর বেড়ে ওঠে। তাই পুজোর আগে আমরা মাটির প্রদীপ, ধুনুচি, সড়া বানাতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বর্তমানে মাটির দাম বেড়েছে অনেকটাই। ফলে মাটির সকল জিনিসের দামও বেড়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, দাম বাড়লে সাময়িকভাবে অসুবিধা হলেও আশা করা যায় পুজো কমিটিগুলো মাটির তৈরি প্রদীপই ব্যবহার করবে।
কোচবিহারের আরেক মৃৎশিল্পী নারায়ণ পাল জানান, দীর্ঘ সময় ধরে তিনি এই মাটির জিনিস বানানোর কাজ করে আসছেন। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় পুজোর সময় কিছুটা হলেও মাটির জিনিসের চাহিদা বাড়ে। তবে আধুনিকতার ছোঁয়ায় আগের তুলনায় কদর কমেছে। মাটির দাম বেড়ে যাওয়া পরিস্থিতি আরও অন্যরকম হয়ে যেতে পারে বলে তাঁর আশঙ্কা।
সার্থক পণ্ডিত