TRENDING:

Coochbehar News: ব্যাপক বেড়েছে মাটির দাম, পুজোয় প্রদীপ-ধুনুচির চাহিদা কমার আশঙ্কা

Last Updated:

মাটির দাম অনেকটা বেড়ে যাওয়ায় মাটির তৈরি প্রদীপ, ধুনুচির বিক্রি কমার আশঙ্কায় ভুগছেন কোচবিহারের মৃৎশিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: দুর্গাপুজো দেখতে দেখতে সামনে এসে পড়ল। আর দু’মাসের অল্প কয়েকদিন বেশি সময় হাতে আছে। বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় প্রতিটি পুজো মণ্ডপে প্রচুর মাটির তৈরি প্রদীপ ব্যবহৃত হয়। এছাড়াও আরতি ও বিসর্জনের দিন ধুনুচির ব্যবহার যথেষ্ট পরিমাণে দেখা যায়। কিন্তু এবার মাটির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পুজোর বাজেট অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন আয়োজকরা। এমনিতেই মাটির দাম বাড়ার কারণে প্রতিমা তৈরির খরচ অনেকটা বেড়ে গিয়েছে। পাশাপাশি মাটির প্রদীপ ও ধুনুচি কিনতেও খরচ অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement

আরও পড়ুন: চলন্ত গাড়ির টায়ার পাংচার করে ছিনতাইয়ের চেষ্টা! পুলিশ খবর পেতেই যা হল

মাটির দাম বৃদ্ধির কারণে ধাতুর তৈরি প্রদীপ ও ধুনুচির ব্যবহার বাড়বে বলে আশঙ্কা করছেন মৃৎশিল্পীরা। সেই সঙ্গে প্রদীপের বিকল্প হিসেবে বৈদ্যুতিক বাতির প্রচলন আরও বাড়তে পারে। এতে ভবিষ্যতে তাঁরা নিজেদের পেশা টিকিয়ে রাখতেই সমস্যায় পড়বেন বলে মৃৎশিল্পীদের আশঙ্কা।

advertisement

কোচবিহারের এক প্রবীণ মৃৎশিল্পী নিখিল পাল এই প্রসঙ্গে বলেন, মাটির জিনিসের সঙ্গে বাংলার লোকসংস্কৃতি বন্ধন বেশ অনেকটাই পুরনো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ সেই গাঁটছড়া আলগা হয়ে যাচ্ছে। তবে এখনও পুজো এলেই এই সমস্ত জিনিসের কদর বেড়ে ওঠে। তাই পুজোর আগে আমরা মাটির প্রদীপ, ধুনুচি, সড়া বানাতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বর্তমানে মাটির দাম বেড়েছে অনেকটাই। ফলে মাটির সকল জিনিসের দামও বেড়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, দাম বাড়লে সাময়িকভাবে অসুবিধা হলেও আশা করা যায় পুজো কমিটিগুলো মাটির তৈরি প্রদীপ‌ই ব্যবহার করবে।

advertisement

কোচবিহারের আরেক মৃৎশিল্পী নারায়ণ পাল জানান, দীর্ঘ সময় ধরে তিনি এই মাটির জিনিস বানানোর কাজ করে আসছেন। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় পুজোর সময় কিছুটা হলেও মাটির জিনিসের চাহিদা বাড়ে। তবে আধুনিকতার ছোঁয়ায় আগের তুলনায় কদর কমেছে। মাটির দাম বেড়ে যাওয়া পরিস্থিতি আরও অন্যরকম হয়ে যেতে পারে বলে তাঁর আশঙ্কা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: ব্যাপক বেড়েছে মাটির দাম, পুজোয় প্রদীপ-ধুনুচির চাহিদা কমার আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল