Alipurduar News: চলন্ত গাড়ির টায়ার পাংচার করে ছিনতাইয়ের চেষ্টা! পুলিশ খবর পেতেই যা হল

Last Updated:

চলন্ত গাড়ি থামিয়ে যাত্রীদের ছিনতাই করার পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা। কিন্তু আলিপুরদুয়ারের ফালাকাটায় পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ছক

আলিপুরদুয়ার: কৌশলে চলন্ত গাড়ির টায়ার পাংচার করে ছিনতাইয়ের চেষ্টা! চমকে ওঠার মতো ঘটনা ফালাকাটায়। তবে দুষ্কৃতীদের এই চেষ্টা সফল হল না। গাড়ি ছিনতাই ভেস্তে দিল পুলিশ। এই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ডাকাতিতে ব‍্যবহৃত বিভিন্ন জিনিস।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে গোপন খবর পেয়ে অভিযান চালায় ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটার সুভাষপল্লি কুঞ্জনগর রোডে চার যুবক ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছে বলে খবর ছিল। এদিকে পুলিশকে আসতে দেখে পালিয়ে যায় এক যুবক। তবে সুরজিত বর্মণ, জগন্নাথ বর্মণ ও দীপক বর্মণ নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, গাড়ি আটকানোর পেরেক লাগানো কাঠের তক্তা উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
জেরায় পুলিশ জানতে পেরেছে, রাস্তায় গাড়ি আটকানোর জন্যে পেরেক লাগানো কাঠের তক্তা পেতে রাখা হয়েছিল। ওই তক্তার উপর দিয়ে কোনও গাড়ি গেলেই তার টায়ার পাংচার হয়ে যাবে। আর তখনই ওই চার দুষ্কৃতী হাজির হয়ে গাড়ির যাত্রীদের সব কিছু লুঠ করে নেবে। পুলিশে তৎপরতায় শেষ পর্যন্ত এই ছিনতাইকারীদের দল ধরা পড়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে এলাকার মানুষ।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চলন্ত গাড়ির টায়ার পাংচার করে ছিনতাইয়ের চেষ্টা! পুলিশ খবর পেতেই যা হল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement