TRENDING:

Cooch Behar News: রাজ্য সড়ক ১২ এ-র বেহাল দশা, চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা

Last Updated:

দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির একটি অংশ বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। তৈরি হয়ে রয়েছে বড় বড় গর্ত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: কোচবিহারে শহরের মধ্যে দিয়েই চলে গেছে রাজ্য সড়ক ১২ এ। আর এই রাজ্য সড়কের বেহাল দশায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। কোচবিহার জেলার সদর শহর থেকে দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ মহকুমার দিকে যেতে হলে যে রাস্তাটি দিয়ে যেতে হয়। সেটি হল রাজ্য সড়ক ১২ এ। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির একটি অংশ বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। এই রাস্তাটির কোচবিহার মরাপোড়া এলাকার থেকে চাকির বাজার পর্যন্ত এলাকা ভেঙ্গে গিয়েছে বহু স্থানে। তৈরি হয়ে রয়েছে বড় বড় গর্ত। হালকা বৃষ্টি হলেই রাস্তার গর্তে জমে যাচ্ছে জল। আর বেশী বৃষ্টি হলে তো কোনও কথাই নেই। রাস্তার ওপর দাড়িয়ে যাচ্ছে রীতিমত এক হাঁটুরও বেশী জল।
advertisement

এই রাস্তাটি সংষ্কারকরার দায়িত্ব রয়েছে পাবলিক ওয়ার্কার্স ডিভিশনের ওপর। এই রাস্তাটি বহুবার জোড়া-তালি দিয়ে সংষ্কারকরার কাজ করা হলেও। সংষ্কার করার কিছুদিনের মধ্যেই পুনরায় নিজের আগের স্থানে ফিরে যায় রাস্তাটি। রাস্তাটি রাজ্য সড়ক হওয়ার কারণে প্রচুর পন্যবাহী ভারি ভারি ট্রাক চলাচল করে এই রাস্তা দিয়ে। এছাড়া সারাদিন ধরে প্রচুর যানবাহন তো চলাচল করেই। আর তার ফলেই প্রচুর দূর্ঘটনাও ঘটে এই রাস্তাটিতে। প্রায়শই শুনতে পাওয়া যায়, টোটো কিংবা অটো গাড়ি উলটে গিয়েছে। অথবা বাইক আরোহীরা পড়ে গিয়ে জখম হয়েছেন।

advertisement

আরও পড়ুন - গোপালপুরে বেসরকারি স্কুলের নির্মীয়মান বিল্ডিংয়ের ছাদ ভেঙে মৃত ১

আরও পড়ুন - কোচবিহারে তামাক চাষে আগ্রহ দেখাচ্ছে নতুন প্রজন্মের চাষীরা

View More

তবে এই রাস্তাটির সংষ্কারেরদাবী বারংবার উঠলেও এই নিয়ে কোন ভূমিকা গ্রহণ করেনি জেলা প্রশাসন। এলাকাবাসীরা এই রাস্তার বেহাল দশায় রীতিমত ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তাদের বক্তব্য, “এই রাস্তা খারাপ থাকার কারণে, এলাকায় যত সমস্যা সৃষ্টি হয় কিংবা দূর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা হিসেবে আমাদেরকেই বারংবার দৌড়ে গিয়ে সাহায্য করতে হয়। প্রতিদিনই কারোও মাথা ফাটছে, কারোও হাত ভাঙছে, কারোও আবার মৃত্যুও হচ্ছে এই রাস্তা দূর্ঘটনার ফলে। তবুও সরকার এই রাস্তাটির দিকে কোনও প্রকার খেয়াল করছে না”।

advertisement

পিডব্লুডি-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, "বর্তমানে বৃষ্টির সময় আমরা এই বিষয় নিয়ে সেরকম কিছুই করতে পারব না। তবে আমি যতটুকু করা সম্ভব করছি। আমি নিজে গিয়েছিলাম দেখতে। আবার কাল যাব। এই রাস্তাটি নিয়ে নতুন পরিকল্পনাও করা হচ্ছে"।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সার্থক পন্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: রাজ্য সড়ক ১২ এ-র বেহাল দশা, চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল