Cooch Behar: কোচবিহারে তামাক চাষে আগ্রহ দেখাচ্ছে নতুন প্রজন্মের চাষীরা

Last Updated:

পশ্চিম বাংলার বুকে যেসব ফসলের চাষ করা হয়ে থাকে। সেই ফসল গুলির মধ্যে একটি অন্যতম উচ্চমূল্যের বাণিজ্যিক ফসল হলো তামাক।

 তামাক চাষ
তামাক চাষ
কোচবিহার: পশ্চিম বাংলার বুকে যেসব ফসলের চাষ করা হয়ে থাকে। সেই ফসল গুলির মধ্যে একটি অন্যতম উচ্চমূল্যের বাণিজ্যিক ফসল হলো তামাক। রাজ্যের বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া একটি প্রান্তিক জেলা কোচবিহার। সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে যে তামাক উৎপাদন করা হয়ে থাকে তার শতকরা ৮০ ভাগই উৎপাদন হয় কোচবিহার জেলাতে। তবে এই কোচবিহার জেলাতে একটা সময়ে প্রচুর পরিমাণ তামাক চাষ করা হত। বিগত কিছু বছর ধরে বিভিন্ন সমস্যার কারণে তামাক চাষে ধীরে ধীরে আগ্রহ হারাতে শুরু করেছিলেন তামাক চাষীদের একাংশ। দীর্ঘ কয়েক পুরুষ ধরে তামাক চাষ করে আসা তামাক চাষীরাও সঠিক মুনাফার মুখ দেখতে না পারায় ধীরে ধীরে তামাক চাষ থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। কিন্তু, বর্তমানে আবার সঠিক মুনাফার মুখ দেখতে পাচ্ছেন তারা। সেই কারণে তামাক চাষে আবার আগ্রহ দেখাতে শুরু করেছে নতুন প্রজন্মের চাষিরা।
সুমন বর্মন নামে একজন তামাক চাষি জনান, \"একটা সময় আমাদের এলাকার অনেক চাষীরা এই তামাক চাষ করতো। তখন তামাক চাষে মুনাফা ছিল অনেকটাই বেশি। তারপর ধীরে ধীরে তামাক চাষের ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা সৃষ্টি হওয়ার কারণে সেই সকল চাষীরা একটা সময় তামাক চাষ একদমই বন্ধ করে দিয়েছিলেন। তবে বর্তমানে আবার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে পুরনো এবং নতুন প্রজন্মের চাষীরা এক সাথে এই তামাক চাষে এগিয়ে আসতে শুরু করেছে।\"
advertisement
আরও পড়ুনঃ খোল্টা ইকো- পার্কের বেহাল দশা! পরিচর্যার অভাবে ধুঁকছে পার্ক
তামাক চাষে কোচবিহার জেলার এই ভাগ্য পরিবর্তনের বিষয় নিয়ে কোচবিহারের একজন কৃষি বিশেষজ্ঞ জানান, \"পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভৌগলিক অবস্থান হল ২৬°২১' উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৭' দ্রাঘিমাংশ যেটি মূলত হিমালয় পর্বতের পাদদেশের সমভূমি। তাই এই কোচবিহার জেলা তামাক চাষের জন্য একটি উপযুক্ত কৃষি জলবায়ুর এলাকা।\"
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারি অধিগ্রহণেই ঘুচবে কষ্ট, আশার আলো দেখছে কোচবিহার ক্যান্সার সেন্টার
মূলত সেই কারণেই কেন্দ্রীয় তামাক গবেষণা প্রতিষ্ঠান (CTRI) ১৯৫১ সালে কোচবিহারে একটি আঞ্চলিক তামাক গবেষণা কেন্দ্রও স্থাপন করে। তবে বিভিন্ন সামাজিক কারণেএবং প্রচুর অসুবিধার সম্মুখীন হওয়ার ফলে কোচবিহারের তামাকের চাষীরা একটা সময় তামাক চাষ থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। হয়তো সে অসুবিধার জায়গাগুলো ঠিক হয়ে গেছে। সেই কারণেই পুরনো এবং নতুন দুই প্রজন্ম কেই তামাক চাষে আবার ফিরে আসতে লক্ষ্য করা যাচ্ছে।\"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: কোচবিহারে তামাক চাষে আগ্রহ দেখাচ্ছে নতুন প্রজন্মের চাষীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement