TRENDING:

Cooch Behar: বেহাল রাস্তা, চলাফেরা করাই দায়! ক্ষোভ এলাকাবাসীর

Last Updated:

দীর্ঘ সমস্যায় ভুগছে কোচবিহার শহরের প্রতিমা কারখানার এলাকার বাসিন্দারা। কোচবিহার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পালপাড়া এলাকায় বেহাল অবস্থা হয়ে রয়েছে রাস্তার বিভিন্ন অংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : দীর্ঘ সমস্যায় ভুগছে কোচবিহার শহরের প্রতিমা কারখানার এলাকার বাসিন্দারা। কোচবিহার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পালপাড়া এলাকায় বেহাল অবস্থা হয়ে রয়েছে রাস্তার বিভিন্ন অংশ। দীর্ঘ এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না এলাকাবাসীরা। এই বিষয়টি নিয়ে বারংবার এলাকার ওয়ার্ড কাউন্সিলর কে জানিয়েছেন। তবে কোন রকম সুরাহা এখনো পর্যন্ত হয়নি এমনটাই বক্তব্য এলাকাবাসীর। তবে এ বিষয় নিয়ে এলাকার এক স্থানীয় বাসিন্দা সুজিত পাল বলেন, \"দীর্ঘমেয়াদী সময় ধরে এই রাস্তার বেহাল দশা। মাঝে মধ্যে ভাঙ্গা অংশগুলিকে চোরাক আলীর মাধ্যমে ঠিক করা হলেও। কিছুদিন পরেই আবার পুনরায় নিজের আগের অবস্থায় ফিরে যায় রাস্তাগুলি। তাই এই বিষয় নিয়ে কোন রকম স্থায়ী ব্যবস্থা গ্রহণ করুক কোচবিহার পৌরসভা।\"
advertisement

সামনে দুর্গাপুজো আর এই দুর্গাপুজার প্রস্তুতিতে যোগ দিয়েছে কোচবিহার পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সংস্কার করা হচ্ছে বিভিন্ন পৌর এলাকার বেহাল রাস্তাগুলি। তাই কুচবিহার ২০ নাম্বার ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের দাবি, \"অবিলম্বে সংস্কার করা রাস্তা গুলির নামের লিস্টে কোচবিহার কুড়ি নাম্বার ওয়ার্ডের বিভিন্ন বেহাল রাস্তাগুলির নাম সংযোজন করা হোক। যাতে দুর্গা পুজার আগে রাস্তাগুলো সংস্কার করা হলে, দুর্গাপূজায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এলাকাবাসী।\"

advertisement

আরও পড়ুনঃ শেষ হয়েছে শ্রাবণী মেলা, কিন্তু হয়নি মাঠ পরিষ্কার!

এই ধরনের ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করার বিষয় নিয়ে মানুষের শরীরে দীর্ঘমেয়াদি সময়ে কি কি অসুবিধা সম্মুখীন হতে হয়। সে বিষয় নিয়ে অর্থোপেডিক ডাক্তার সমীর চৌধুরী জানান, \"যেভাবে অধিকাংশ রাস্তায় ভাঙ্গা রয়েছে। এই ধরনের রাস্তার উপর দিয়ে যানবাহন নিয়ে চলাচল করলে দীর্ঘমেয়াদি সময়ে মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রথমত ঘাড়ের ব্যথা এবং কোমরে ব্যথা হয় এছাড়াও সারা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। এবং এই ব্যথা একবার শুরু হলে সেটা সারাজীবন চিরস্থায়ী।\"

advertisement

View More

আরও পড়ুনঃ গাড়ির ধাক্কা অটোর পেছনে! কোনও মতে প্রাণে বাঁচলেন ‌যাত্রীরা

তবে এলাকার ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ বলেন, \"আমাদের এই ওয়ার্ডের কিছু রাস্তা খারাপ রয়েছে। আমরা এ বিষয় নিয়ে পৌরসভার সাথে কথাও বলেছি। তবে এই রাস্তাটি পৌরসভার অধীনে নয় রয়েছে পিডব্লিউডি এর অধীনে। তবে আমরা দেখছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটিকে সংস্কার করার বিষয়।\"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: বেহাল রাস্তা, চলাফেরা করাই দায়! ক্ষোভ এলাকাবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল