সামনে দুর্গাপুজো আর এই দুর্গাপুজার প্রস্তুতিতে যোগ দিয়েছে কোচবিহার পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সংস্কার করা হচ্ছে বিভিন্ন পৌর এলাকার বেহাল রাস্তাগুলি। তাই কুচবিহার ২০ নাম্বার ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের দাবি, \"অবিলম্বে সংস্কার করা রাস্তা গুলির নামের লিস্টে কোচবিহার কুড়ি নাম্বার ওয়ার্ডের বিভিন্ন বেহাল রাস্তাগুলির নাম সংযোজন করা হোক। যাতে দুর্গা পুজার আগে রাস্তাগুলো সংস্কার করা হলে, দুর্গাপূজায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এলাকাবাসী।\"
advertisement
আরও পড়ুনঃ শেষ হয়েছে শ্রাবণী মেলা, কিন্তু হয়নি মাঠ পরিষ্কার!
এই ধরনের ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করার বিষয় নিয়ে মানুষের শরীরে দীর্ঘমেয়াদি সময়ে কি কি অসুবিধা সম্মুখীন হতে হয়। সে বিষয় নিয়ে অর্থোপেডিক ডাক্তার সমীর চৌধুরী জানান, \"যেভাবে অধিকাংশ রাস্তায় ভাঙ্গা রয়েছে। এই ধরনের রাস্তার উপর দিয়ে যানবাহন নিয়ে চলাচল করলে দীর্ঘমেয়াদি সময়ে মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রথমত ঘাড়ের ব্যথা এবং কোমরে ব্যথা হয় এছাড়াও সারা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। এবং এই ব্যথা একবার শুরু হলে সেটা সারাজীবন চিরস্থায়ী।\"
আরও পড়ুনঃ গাড়ির ধাক্কা অটোর পেছনে! কোনও মতে প্রাণে বাঁচলেন যাত্রীরা
তবে এলাকার ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ বলেন, \"আমাদের এই ওয়ার্ডের কিছু রাস্তা খারাপ রয়েছে। আমরা এ বিষয় নিয়ে পৌরসভার সাথে কথাও বলেছি। তবে এই রাস্তাটি পৌরসভার অধীনে নয় রয়েছে পিডব্লিউডি এর অধীনে। তবে আমরা দেখছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটিকে সংস্কার করার বিষয়।\"
Sarthak Pandit