এলাকার অধিকাংশ মানুষের বক্তব্য, "বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে গোটা এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করা হয়েছে। রাস্তায় সংস্কার করা হয়েছে গোটা এলাকায়। এছাড়াও জলের কল বসানো হয়েছে এবং রাস্তায় বসানো হয়েছে পথবাতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা এই পঞ্চায়েতকেই ফিরে পেতে চান।"
গোটা পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কার থেকে শুরু করে জলের সমস্যা এবং সমস্যা একেবারেই নেই। এলাকায় প্রচুর জলের কল বসানো হয়েছে এবং বসানো হয়েছে সৌর বিদ্যুৎ পরিচালিত পথবাতি। গোটা এলাকায় বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করার কাজ হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুঁকতে থাকা নিকাশি নালাও পরিষ্কার করা হয়েছে গোটা এলাকায়। মূলত এই সকল কারণে জেরে গোটা পঞ্চায়েত এলাকার মানুষেরা পঞ্চায়েতের উপর প্রসন্ন হয়ে রয়েছেন।
advertisement
আরও পড়ুন: রাখালদের নিয়ম মেনে আজও বসে মুড়ি মেলা! যারা মুড়ি খেতে ভালবাসেন, তারা অবাক হয়ে যাবেন
গোটা এলাকায় উন্নয়নের কাজে নিরিখে বেশ ভালো অবস্থায় রয়েছে আমবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। বর্তমানে এলাকায় সমস্যার সংখ্যা প্রায় নেই বললেই চলে। যে কোনো রকম সমস্যা নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হলে দ্রুততার সঙ্গেই তা সমাধান করা হচ্ছে। তাই এলাকার মানুষেরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত কেই জয়ী করে পুনরায় ফিরে পেতে চান।
যেখানে গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত দুর্নীতিতে সরব হয়েছে সেই এলাকার স্থানীয় মানুষেরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই এলাকার মানুষেরা পঞ্চায়েতের গুনোগান করছেন। উন্নয়নের খতিয়ান দিতে হচ্ছে না পঞ্চায়েত কে। পঞ্চায়েত এলাকার উন্নয়নের বিষয় জানিয়ে দিচ্ছেন স্থানীয় মানুষেরাই। কদিন বাদেই পঞ্চায়েত ভোটের দামামা বাজতে চলেছে। তার আগে বানেশ্বর আমবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজের ফলে এলাকার মানুষের চোখের একপ্রকার মধ্যমণি হয়ে উঠেছে এই এলাকার পঞ্চায়েত।
আরও পড়ুন: হঠাৎ নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়, রুদ্ধদ্বার বৈঠক মমতার সঙ্গে! তুঙ্গে জল্পনা
আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একপ্রকার স্বস্তিতেই রয়েছেন এলাকার স্থানীয় পঞ্চায়েত। সব মিলিয়ে উন্নয়নের কাজ নিরিখে সাধারণ মানুষের কাছ থেকে বেশ ভালো নম্বর পেয়েছে আমবাড়ি গ্রাম পঞ্চায়েত। বর্তমানে কোচবিহার জেলার বানেশ্বর আমবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্যান্য সকল পঞ্চায়েতের কাছে এক প্রকার নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।