Sourav Ganguly Meets Mamata Banerjee: হঠাৎ নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়, রুদ্ধদ্বার বৈঠক মমতার সঙ্গে! তুঙ্গে জল্পনা

Last Updated:

Sourav Ganguly Meets Mamata Banerjee: এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর সৌরভকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার কাছে সৌরভ
মমতার কাছে সৌরভ
কলকাতা:‌ নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎ। সোমবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মহারাজ। তবে দু’‌জনের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে কিছু বলতে চাননি। এর আগেও নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সৌরভ।
এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর সৌরভকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় নিউজ 18 বাংলা-কে এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, ‘‌মুখ্যমন্ত্রী আমার খুব কাছের। আমার দিদিই উনি। চিফ মিনিস্টার পরে, আগে আমার দিদি। ওঁর শুভেচ্ছা পেয়েছি। আমি ওঁকে প্রচণ্ড শ্রদ্ধা করি। খুব ভালোবাসি।’‌ এরপর বিসিসিআই সভাপতি পদে সৌরভের ফের বসা নিয়ে জটিলতা তৈরি হলে আসরে নামেন মমতা। রীতিমতো তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানান, আইসিসি-তে সৌরভকে জায়গা দেওয়া হয়।
advertisement
advertisement
সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ফের নবান্নে যান সৌরভ। সৌরভকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন বলে খবর। সৌরভের দাবি, ব্যক্তিগত কাজে মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন তিনি।
advertisement
সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও রাজ্যের একাধিক অনুষ্ঠানে বারবারই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে। আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে জল্পনা চরমে। নবান্নে এদিন চারটে নাগাদ এসে পৌঁছান সৌরভ। প্রায় ২০ মিনিট কথা হয় দুজনের। সূত্রের খবর, সিএবি-র জমি বিষয়ে দুজনের মধ্যে কথা হয়ে থাকতে পারে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly Meets Mamata Banerjee: হঠাৎ নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়, রুদ্ধদ্বার বৈঠক মমতার সঙ্গে! তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement