Soumitra Khan Sujata Mondal: হঠাৎ আদালতে সৌমিত্র খাঁ-সুজাতা! বিচারকের কাছে জানালেন, 'সম্পর্ক শেষ'

Last Updated:

Soumitra Khan Sujata Mondal: বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ২০১৬ সালে ১ জুলাই সুজাতা মণ্ডলকে বিয়ে করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্রকে জেতানোর মূল কারিগর ছিলেন তাঁর স্ত্রী সুজাতা।

বিচ্ছেদ পাকা!
বিচ্ছেদ পাকা!
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: ডিভোর্স মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজির হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। এর আগে দুজনেই পৃথক পৃথক ভাবে আদালতে হাজির হয়ে মিউচুয়াল ডিভোর্সের মামলা দায়ের করেন। সেই মামলারই আজ শুনানি ছিল।
বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ২০১৬ সালে ১ জুলাই সুজাতা মণ্ডলকে বিয়ে করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্রকে জেতানোর মূল কারিগর ছিলেন তাঁর স্ত্রী সুজাতা। পরে ২০২০-র ডিসেম্বরে তৃণমূলে যোগ দেন সুজাতা। ওইদিনই সংবাদমাধ্যমে সুজাতার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা জানান সৌমিত্র।
advertisement
advertisement
এরপরই আদালতের দ্বারস্থ হয়ে সৌমিত্র স্ত্রীর সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছেদের জন্য ডিভোর্স মামলা দায়ের করেন। এবার সেই মামলারই অঙ্গ হিসাবে আজ মিউচুয়াল ডিভোর্সের শুনানি হল বাঁকুড়া জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। প্রায় এক ঘন্টা ধরে দুজনের উপস্থিতিতে চলে শুনানি।
advertisement
সুজাতা খাঁ জানিয়েছেন এই ডিভোর্সের মামলায় তাঁর কোনো দাবি-দাওয়া নেই। বিষয়টি বিচারাধীন। আদালত চাইলে দ্রুত এই মামলার নিস্পত্তি হবে। সৌমিত্র খাঁ বিষয়টিকে ব্যাক্তিগত বিষয় বলে এড়িয়ে যান। তাঁর আইনজীবী জানান, মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। আজ তারই শুনানি হয়েছে। আদালত দুপক্ষের কাছেই তাঁদের সম্পর্ক নিয়ে জানতে চায়। দু'পক্ষই ডিভোর্সের ব্যাপারে আদালতের কাছে তাঁদের সম্মতির কথা জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Soumitra Khan Sujata Mondal: হঠাৎ আদালতে সৌমিত্র খাঁ-সুজাতা! বিচারকের কাছে জানালেন, 'সম্পর্ক শেষ'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement