Primary Scam: '৩২৫ জনের লিস্ট সঙ্গে নিয়ে আসুন', ফের তাপস-তলব! নিয়োগ দুর্নীতিতে বিরাট রহস্য ভেদ

Last Updated:

Primary Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে মানিক ভট্টাচাৰ্য স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল আদালতের সমন অনুসারে হাজিরা দিয়েছিলেন গত ৭ জানুয়ারি, জামিনের আবেদন করেছিলেন ।

অর্পিতা হাজরা, কলকাতা:  নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সিবিআই ফের তলব করল।  মঙ্গলবার  তলব করা হয়েছে। তাঁকে নথি তথ্য ডকুমেন্টস নিয়ে তলব করা হলো নিজামে মঙ্গলবার। তাঁকে কয়েকদিন টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের তাঁর থেকে আরো কিছু ডকুমেন্টস ও নথি নিয়ে তলব মঙ্গলবার । ৩২৫ জনের লিস্ট, টাকা নেওয়ার সময় সই, কত গুলো একাউন্টয়ে সেই টাকা গিয়েছে, এই সম্পর্কে আরও তথ্য জানতে তলব।নিয়োগ দুর্নীতি মামলায় জানার চেষ্টা করা হচ্ছে, কুন্তল ঘোষ তৃণমূল যুব নেতা সম্পর্কে তথ্য ও ৩২৫ জনের লিস্ট সম্পর্কে তথ্য নিতে তলব ।অভিযোগ, তাপস মানিকের নির্দেশে ক্যান্ডিডেট দের থেকে টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ ।
৩২৫ জনের তালিকা চাওয়া হয়েছে। ইডি এর আগে তাপস মণ্ডলকে ৫ বার তলব করেছে। তাপস মণ্ডল গত বুধবার জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক অভিযোগ করেন,  চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এমনকি দুজনকে মুখোমুখি বসিয়ে  তাপস ও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও কুন্তল ঘোষের তরফে সব অভিযোগ মিথ্যে এমনটাই দাবি করে হয়েছে। এবার সেই সম্পর্কিত আরো তথ্য জানতে সিবিআই তাপস মণ্ডলকে ফের তলব করল মঙ্গলবার।
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে মানিক ভট্টাচাৰ্য স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল আদালতের সমন অনুসারে হাজিরা দিয়েছিলেন গত ৭ জানুয়ারি, জামিনের আবেদন করেছিলেন । যদিও জামিনের তীব্র বিরোধীতা করেছিল ইডি।মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল গত ৭ জানুয়ারি এজলাসে হাজিরা দেন। তিন জনের নাম চার্জেসিটে ছিল। তাপস মণ্ডলের আইনজীবী আদালতে কাছে আবেদন করেন, তাপস মণ্ডলকে যত বার ইডি ডেকেছে গিয়েছেন। তাপস মন্ডলের থেকে কোনো রিকভারি নেই। যে কোনো শর্তে জামিন দেওয়া হোক।
advertisement
পাল্টা ইডির  আইনজীবি  জামিনের তীব্র বিরোধীতা করেন। ইডির আইনজীবী আদালতকে জানান,  তাপস মণ্ডল অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স এসোসিয়েশন প্রেসিডেন্ট। " নো মানি নো তাপস, নো তাপস নো মানি"। ক্যান্ডিডেট দের থেকে টাকা সংগ্রহ করতো তাপস মন্ডল মানিকের নির্দেশে । ফেসিলিটেটর ছিলেন তাপস। দুর্নীতি সম্পর্কে পুরোটা জানতেন। তাপশ   না থাকলে দুর্নীতি হত না।পাশাপাশি  নিয়োগ দুর্নীতি মামলায়  সিবিআই তাপস মন্ডলকে তলব করেছে ফের নিজাম প্যালেসে। মানিক ভট্টাচাৰ্য অফ লাইনে যে সব ক্যান্ডিডেটদেরকে অফলাইনে রেজিস্ট্রেশন করেছিল তাঁদের লিস্ট সেই সম্পর্কে তাপশ মন্ডল কত খানি জানেন। সেই বিষয়ে ক্যান্ডিডেটদের লিস্ট চাওয়া হয়েছে তাপস মণ্ডলের থেকে। তার বয়ান রেকর্ড করে সিবিআই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Scam: '৩২৫ জনের লিস্ট সঙ্গে নিয়ে আসুন', ফের তাপস-তলব! নিয়োগ দুর্নীতিতে বিরাট রহস্য ভেদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement