Mamata Banerjee: জাকির প্রসঙ্গে মমতা, 'ওকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল'
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বলেন, "জাকির একটা বিড়ি শিল্পপতি। যদি দোষ থাকে তাহলে তুমি নিশ্চয়ই ব্যবস্থা নেবে।"
কলকাতা: কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতর তল্লাশি চালায়। সেই ঘটনার প্রসঙ্গ এদিন টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "জাকির একটা বিড়ি শিল্পপতি। তোমার যদি দোষ থাকে তাহলে তুমি নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ওর যে ২০ হাজার বিড়ি কর্মী আছেন, সেটা দেখো না। তাঁদের বেতন কি ব্যাঙ্কে দেবে। কটা বিড়ি শ্রমিকের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? কটা চাষীর ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে?"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "জাকির বুঝে নেবে ওরটা। ওকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল। আমার দুর্ভাগ্য, কোনও একজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে কাজ করার জন্য। তিনি লাইন করে কোন লোকটা শক্তিশালী তাঁর বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আমি বলি পরের বাড়িতে পাঠানোর আগে আয়নায় নিজের মুখটা তো দেখুন। নিজেদের বাড়িগুলি ইডি-সিবিআইকে দিয়ে সার্চ করান। তারপরে তৃণমূলের করবেন।"
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীকে বঙ্গভবন থেকে গ্রেফতার করে নিয়েছে। আমি আমার মুখ্যসচিবকে বলব, বঙ্গভবন রাজ্য সরকারের সম্পত্তি। কেউ যদি বিনা অনুমতিতে প্রবেশ করে আমাদেরও আইনত ব্যবস্থা নিতে হবে। গুজরাট পুলিশ সঙ্গে দিল্লি পুলিশকে এনে বঙ্গভবনের সমস্ত সিসিটিভি খুলে নিয়েছে। এই প্রশ্ন কেউ তুলবেন না।"
advertisement
আরও পড়ুন, 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
মমতা বলেন, "আমি বুলডোজারের পক্ষে নেই। কিন্তু গণতন্ত্রে যারা বুলডোজার চালায়, তাদের আমি বলে দিই বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে। সমস্যা তো মানুষের থাকে। একটা সমস্যা হলে আরেকটা সমস্যা চলে আসে। কারোর কথা শুনে কোনও কুৎসা অপপ্রচারে পা দেবেন না।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 12:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: জাকির প্রসঙ্গে মমতা, 'ওকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল'