Lalon Seikh: লালন কাণ্ডে ২ অফিসার সহ চার জনকে সাসপেন্ড করল সিবিআই

Last Updated:

Lalon Seikh: হেফাজতে থাকা অবস্থায় কী ভাবে বন্দিমৃত্যুর ঘটনা ঘটল, তা নিয়ে ঘরে-বাইরে বারবার সমালোচনার মুখে পড়তে হয় সিবিআইকে। আদালতের রোষের মুখেও পড়েন সিবিআই কর্তারা। গোটা ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছিল সিবিআই। (bogtui case)

সিবিআই
সিবিআই
#কলকাতা: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় দুই আধিকারিক সহ চার জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, একজন ডিএসপি, একজন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকদের সাসপেন্ড করেছে সিবিআই। তালিকায় রয়েছেন ২ জন কনস্টেবলও।
গত বছরের ডিসেম্বরে বীরভূমের রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী অফিসের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের দেহ। ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। এ নিয়ে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি। পরে লালন মৃত্যুর তদন্ত শুরু করে সিআইডি।
advertisement
advertisement
হেফাজতে থাকা অবস্থায় কী ভাবে বন্দিমৃত্যুর ঘটনা ঘটল, তা নিয়ে ঘরে-বাইরে বারবার সমালোচনার মুখে পড়তে হয় সিবিআইকে। আদালতের রোষের মুখেও পড়েন সিবিআই কর্তারা। গোটা ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছিল সিবিআই।
জানা গিয়েছে, বিভাগীয় তদন্তে চার জনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের প্রমাণ পেয়েছে সিবিআই। তারপরেই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত।
ভাদু শেখ খুনের ঘটনায় তদন্তকারী অফিসার হলেন ইনস্পেক্টর রাহুল প্রিয়দর্শী। অন্যদিকে, বগটুই কাণ্ডের তদন্তকারী অফিসার বিলাস মাহাধঘুট। দুজনকেই আপাতত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। প্রসঙ্গত, এই দুজনের নামই তাঁর এফআইআরে উল্লেখ করেছিলেন রেশমা বিবি। বগটুই এর ঘচনার সময়ে বিলাস ইনস্পেক্টর থাকলেও পরে তাঁর পদোন্নতি হয়। বর্তমানে ডিএসপি পদমর্যাদার একজন অফিসার তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lalon Seikh: লালন কাণ্ডে ২ অফিসার সহ চার জনকে সাসপেন্ড করল সিবিআই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement