স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘আটিয়াবাড়ী খারিজা গিতালদহ গ্রামের ৬ এর ৪৩ নং বুথের তৃণমূল নেতা কল্যাণ বর্মন। গতকাল তৃণমূল প্রার্থী পদের জন্য ডিসিআর কেটে বাড়িতে এসেছিলেন তিনি। আজ তার নমিনেশন পত্র জমা দেওয়ার কথা। বাড়ি আসার পর গতকাল রাত দুটো নাগাদ তার বাড়ির সামনে তীব্র বোমাবাজি শুরু করে এক দল দুষ্কৃতী। তবে রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি কল্যান বর্মন। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে পৌঁছেছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। একটি তাজা বোমা উদ্ধার করার পাশাপাশি ফেটে যাওয়া বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ।’
advertisement
আরও পড়ুন- অভিষেকের কাছে কাতর আর্জি, রাস্তায় শুয়ে এ কী করলেন বৃদ্ধ শিক্ষক, জানলে চমকে যাবেন
আরও পড়ুন-অনুব্রত নেই…! পঞ্চায়েতের আগে যা ঘটল বীরভূম তৃণমূলে! তোলপাড় পড়ে গেল শাসকদলে
বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার মানুষেরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। দিনহাটা পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, ‘আটিয়াবাড়ী খারিজা গিতালদহ গ্রামের বাসিন্দা কল্যাণ বর্মনের বাড়ির সামনে গতকাল রাতে তীব্র বোমাবাজির অভিযোগ আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ফেটে যাওয়া বোমার অংশ এলাকার থেকে পাওয়া গিয়েছে। বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।’
Sarthak Pandit