Hooghly News: অভিষেকের কাছে কাতর আর্জি, রাস্তায় শুয়ে এ কী করলেন বৃদ্ধ শিক্ষক, জানলে চমকে যাবেন
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
রাস্তার জন্য রাস্তায় শুয়ে অভিষেকের কাছে অনুরোধ জানিয়েছিলেন বৃদ্ধ শিক্ষক, কথা রাখলেন অভিষেক
হুগলি: রাস্তায় শুয়ে পড়লেন এক বৃদ্ধ শিক্ষক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গাড়ির সামনে। আর তাতেই সমস্যার সমাধানের আশ্বাস পেলেন ওই বৃদ্ধ। এবার রাস্তা পেল গ্রামের মানুষজন। স্থানীয় প্রশাসনকে বছরের পর বছর জানিয়েও কোনও কাজ হয়নি। কিন্তু তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানাতেই রাতারাতি রাস্তা তৈরির প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেল। ঘটনাটি হুগলির আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া এলাকার। সেখানের দুটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। যার মোট দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এরপরই চটজলদি রাস্তার কাজের আশ্বাস মেলায় খুশি গ্রামের মানুষজন।
উল্লেখ্য,তেলুয়ায় জনসভা করতে গিয়েছিলেন অভিষেক। তখনই ওই গ্রামের বৃদ্ধ শিক্ষক নবকুমার গুপ্ত অভিষেক ব্যানার্জির কনভয়ের সামনে শুয়ে পড়ে ওই রাস্তা তৈরি আবেদন জানিয়েছিলেন। তখনই অভিষেক তাঁদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই রাস্তা তৈরির ব্যাপারে। এরপরেই হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি ওই বেহাল রাস্তা পরিদর্শন করলেন।
advertisement
advertisement
এই বিষয়ে প্রাক্তন শিক্ষক নবকুমার গুপ্ত জানান, দীর্ঘ কয়েক বছর গ্রামের যোগাযোগ ব্যবস্থা নেই। যদিও বামফ্রন্টের আমলে তৈরি হলেও তাও বেহাল অবস্থায় পড়েছিল। বারবার প্রশাসনকে বলেও কোন কাজের কাজ না হয় অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় এসেছিলেন। তখনই গাড়ির সামনে অভিযোগ জানানোর পরেই সমস্যার আশ্বাস দিয়েছিলেন।
advertisement
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান বহুদিন থেকে রাস্তার সমস্যা নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হত। গ্রামের মানুষের জন্য নবকুমারবাবু অভিযোগ জানানোর পরেই প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে জানিয়েছেন। তাদের আশা নিশ্চয়ই তাদের এই রাস্তা হবে।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2023 1:53 PM IST









