Panchayat Election 2023: মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে চরম উত্তেজনা, বর্ধমানের ‘এখানে’ যা হল সিপিএম-তৃণমূলে

Last Updated:

Panchayat Election 2023: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল ধুন্ধুমার, উত্তেজনা বর্ধমানের বড়শুলে

বর্ধমানে মনোনয়ন জমা দেওয়ার সময় ধুন্ধুমার
বর্ধমানে মনোনয়ন জমা দেওয়ার সময় ধুন্ধুমার
বর্ধমান: বড়শুলে সিপিএম তৃণমূলের ধুন্ধুমার। বর্ধমান দুই ব্লকে সিপিএমের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ।তার জেরে দু পক্ষের সংঘর্ষ। বাঁশ লাঠি নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দু পক্ষেরই বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর হয়। দুপক্ষের মাঝে পড়ে আহত হন শক্তিগড় থানার ওসি সহ তিন জন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দু পক্ষকে ছত্রভঙ্গ করে।
মনোনায়ন পত্র দেওয়া নিয়ে বর্ধমান ২ ব্লকের বড়শুল এলাকায় সংঘাতের আবহ তৈরি হয়েছিল রবিবার থেকেই। পুলিশ কার্যত সেই পরিস্থিতি রুখতে ব্যার্থ হয়। সোমবার সকাল থেকেই বর্ধমান ২ ব্লকের ৯টা গ্রাম পঞ্চায়েত প্রার্থী, প্রস্তাবকদের নিয়ে বর্ধমান ২ ব্লকের সিপিএমের এরিয়া কমিটির সদস্য কল্যাণ হাজরার নেতৃত্বে সিপিএমের কর্মীরা আসতে শুরু করলে বড়শুল আন্ডারপাশের কাছে ট্রাক্টার আকটে ইট ছুড়তে থাকে তৃণমূলের বেশ কিছু কর্মী।
advertisement
আরও দেখুন –
advertisement
কল্যাণ হাজরা বলেন, ‘তৃণমূলের ৫০-৬০ জন লোক যখন আমাদের আটকে মারধর শুরু করেছে তখনও আমরা প্রশাসনের ওপরে আস্থা রেখেছি। ওসিকে বারবার বলেছি। কিন্তু তারপরেও ওরা আমাদের ওপরে আক্রমন চালাতে থাকে। তখন আমাদের লোকেরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ ওদের পুরোপুরি মদত দিয়েছে। শক্তিগড় থানার ওসি দীপক সরকার নিজে ফোন করে ডেকে এনে আমাদের লোকেদের তৃণমূলের গুন্ডাবাহিনীর সামনে দাঁড় করিয়ে দিয়েছে।’
advertisement
আরও দেখুন
চোখে চোখ রেখেই এদিন প্রতিবাদে সামিল হয়েছে সিপিএমের কর্মী সমর্থকেরা। মারের বদলা মার। ইটের বদলা ইট ছুড়েছে তারাও। সিপিএমের সাত জন আহত হয়েছে। আহত তৃণমূলেরও চারজন। উভয়পক্ষের মধ্যে পড়ে আহত হয়েছে তিনজন পুলিশ কর্মী। শক্তিগড়ের ওসি দীপক সরকারের মাথা ফাটে ইটের আঘাতে। পরে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
advertisement
ঘটনাস্থল থেকে তৃণমূলের চারজন কে আটক করে শক্তিগড় থানায় নিয়ে এসেছে পুলিশ। এদিন কোন মনোনয়ন পত্র জমা দিতে পারেনি সিপিএমের প্রার্থীরা। পরে এখান থেকে ফিরে যাবার সময়ে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট স্টেশন এলাকায় অবরোধ করেন সিপিএমের কর্মী সমর্থকেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে চরম উত্তেজনা, বর্ধমানের ‘এখানে’ যা হল সিপিএম-তৃণমূলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement