অনুব্রত নেই...! পঞ্চায়েতের আগে যা ঘটল বীরভূম তৃণমূলে! তোলপাড় পড়ে গেল শাসকদলে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত গড় বীরভূম জেলায় তৃণমূলে ভাঙন, উপপ্রাক্তন প্রধান সহ প্রায় দু'শো পরিবার বিজেপিতে।
বীরভূম: পঞ্চায়েত ভোটের আগে কেষ্ট গড়ে তৃণমূলে ভাঙন। প্রাক্তণ উপপ্রধান,পঞ্চায়েত সমিতির প্রাক্তণ পূর্ত কর্মাধ্যক্ষ সহ প্রায় ২০০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। সোমবার সন্ধ্যায় জেলা বিজেপির কার্যালয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির হাত থেকে পতাকা তুলে নিলেন ওই সমস্ত তৃণমূল নেতা কর্মীরা।
অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, ওঁদেরকে দল থেকে আগেই বাইরে রাখা হয়েছিল। টিকিট পাবে না বলে অন্য দলে গিয়েছে।
advertisement
advertisement
বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কড়িধ্যা অঞ্চলের প্রাক্তণ উপ প্রধান উজ্জ্বল সিংহ, সিউড়ি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তণ পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব চট্টোপাধ্যায়, প্রাক্তণ পঞ্চায়েত সমিতির সদস্য আদিত্য চট্টরাজ-সহ প্রায় দু’শোটি পরিবার এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
প্রাক পঞ্চায়েত নির্বাচন মুহূর্তে তৃণমূলের এই ভাঙন নিয়ে উঠেছে প্রশ্ন। ধ্রুব সাহা বলেন,” নবজোয়ার কর্মসূচিতে এরা ছিল৷ কিন্তু নবজোয়ার শেষ হতেই তৃণমূলে ভাটা শুরু হয়েছে। তাই সবাই বিজেপিতে এসে যোগদান করছেন।” অন্যদিকে বিষয়টি পাত্তা দিতে নারাজ তৃণমূল। বীরভূম জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন,”ওঁদের আগেই দল থেকে বাইরে রাখা হয়েছিল। টিকিট পাবে না বলে দল বদল করেছে।”
advertisement
শুভদীপ পাল
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 2:38 PM IST