Abhishek Banerjee || ED: 'ব্যস্ত আছি...', ইডিকে চিঠি দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর কী লিখলেন?

Last Updated:

Abhishek Banerjee || ED: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় তৃণমূল নেতা তথা সাংসদের সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর জন্যই গত সপ্তাহে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় তৃণমূল নেতা তথা সাংসদের সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর জন্যই গত সপ্তাহে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
গত বৃহস্পতিবারই অভিষেকের নব জোয়ার যাত্রা চলাকালীন এই নিয়ে ইডির তরফে চিঠি দেওয়া হয় অভিষেককে। তখনই তিনি জানিয়েছিলেন সমন পেলেও এক্ষুনি নব জোয়ার ছেড়ে যাচ্ছনা না তিনি। এরই পরিপ্রেক্ষিতে আজ হাজিয়া না দিলেও ইডিকে চিঠি দিলেন অভিষেক।
advertisement
advertisement
“দলীয় কর্মসূচীতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি ও আগামী দিনেও করব। এই মুহূর্তে দলীয় কর্মসূচী ছেড়ে যাওয়া সম্ভব নয়।” ইডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে চিঠি দিয়ে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে আদালতের রায়ের কপিও অভিষেক জুড়ে দিয়েছেন৷
advertisement
প্রসঙ্গত এর আগেই অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আজ হাজির হবেন না৷ ডাকলেই বারবার কেন যেতে হবে? সেই প্রশ্নও তিনি তোলেন। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপির যোগ নিয়েও জনজোয়ার থেকেই অভিযোগ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
এদিনের চিঠিতে অভিষেক উল্লেখ করেছেন, কলকাতার বাইরে তিনি দলীয় কর্মসূচীতে রয়েছেন। পঞ্চায়েত ভোটের দায়িত্ব আছে তাঁর। এই অবস্থায় দলের দায়িত্ব ছেড়ে ইডি’র অফিসে যাওয়া সম্ভব নয়৷ ইডির সহ অধিকর্তাকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, তদন্তের ক্ষেত্রে আগেও তিনি সাহায্য করেছেন৷ আগামী দিনেও করবেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee || ED: 'ব্যস্ত আছি...', ইডিকে চিঠি দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর কী লিখলেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement