Sayantika Banerjee: উড়ে এল ইট..., তুবড়ে গেল গাড়ি...! সায়ন্তিকার কনভয়ে হামলায় ধৃত ১২ বিজেপি নেতা

Last Updated:

Sayantika Banerjee: কলকাতা যাওয়ার পথে তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও পাইলট কার আটকে পড়ে বিজেপির বিক্ষোভে।

তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কারে হামলার ঘটনায় গ্রেফতার ১২ জন বিজেপি নেতা কর্মী। সোমবার বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহারের নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী শুরু হয়। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেই রাস্তা অবরোধ ও বিক্ষোভ শুরু হয় বিজেপির। সেই সময় কলকাতা যাওয়ার পথে তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও পাইলট কার আটকে পড়ে বিজেপির বিক্ষোভে।
সায়ন্তিকাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, এরপরে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি ও পাইলট কার ঘুরিয়ে অন্য পথে যাবার চেষ্টা করলে সায়ন্তিকার পাইলট কারের উপর ঝাপিয়ে পড়ে বিজেপির নেতা কর্মীরা।
advertisement
advertisement
পাইলট কারে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এর জেরে গাড়ির পিছনের কাচ ভেঙেও যায়। গোটা ঘটনা ঘটেছে বিজেপি সাংসদ ও বিধায়কদের সামনেই। এই ঘটনায় সোমবার রাতে ১২ জন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার হাজির করা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।
advertisement
দেবব্রত মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sayantika Banerjee: উড়ে এল ইট..., তুবড়ে গেল গাড়ি...! সায়ন্তিকার কনভয়ে হামলায় ধৃত ১২ বিজেপি নেতা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement