কোচবিহার ডিপো থেকে যে যে রুটে চলবে সেগুলো হল:
১) কোচবিহার থেকে ঝালং হয়ে বিন্দু পর্যন্ত ১ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ১১৫০ টাকা।
advertisement
২) কোচবিহার থেকে ঝালং, রকি আইল্যান্ড, গরুবাথান, লাভা, রিকিসুম, ডেলো হয়ে কালিম্পং পর্যন্ত ২ রাত এবং ৩ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৪৯৫০ টাকা।
৩) কোচবিহার থেকে গরুবাথান, লাভা, রিশপ, রিকিসুম, কালিম্পং হয়ে সেবক পযর্ন্ত ২ রাত এবং ৩ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৭২০০ টাকা।
৪) কোচবিহার থেকে গরুবাথান, লাভা, মুনসাং, আরিটার হয়ে জুলুক কুপুক পর্যন্ত ৩ রাত ৪ দিন পর্যন্ত। জনপ্রতি খরচ থাকছে ৯৭০০ টাকা।
৫) কোচবিহার থেকে গরুবাথান, লাভা, মুনসাং, রাবাংলা হয়ে পেলিং পর্যন্ত ৪ রাত ৫ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ১১,৯৫০ টাকা।
আরও পড়ুনঃ অপরিষ্কার অবস্থায় পড়ে কোচবিহার লম্বা দীঘি, দ্রুত পরিষ্কারের দাবি জানালেন স্থানীয়রা
জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে যে প্যাকেজ ট্যুর গুলো তয়েছে সেগুলো হল:
১) জলপাইগুড়ি থেকে ঝালং, জলঢাকা হয়ে বিন্দু পর্যন্ত ১ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৯৫০ টাকা।
২) জলপাইগুড়ি থেকে গরুবাথান হয়ে লাভা পর্যন্ত ১ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৯৫০ টাকা।
৩) জলপাইগুড়ি থেকে রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তী পর্যন্ত ১ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ১০০০ টাকা।
৪) জলপাইগুড়ি থেকে জলদাপাড়া জঙ্গল সাফারি, জয়গাঁও হয়ে ফুন্টসিলিং পর্যন্ত ১ রাত্রি ২ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৩০০০ টাকা।
৫) শিলিগুড়ি থেকে মিরিক, পশুপতি, দার্জিলিং হয়ে কার্শিয়াং পর্যন্ত ১ দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৭৫০ টাকা।
আরও পড়ুনঃ শুঁটকি মাছ বোঝাই গাড়ি আটকে ছিনতাই! চাঞ্চল্য মাথাভাঙায়
এছাড়া এবছর থাকছে নতুন করে পুজো পরিক্রমা করার ব্যবস্থাও। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জানান, "যেহেতু আমাদের বাসগুলো ১৬ সিটের। তাই যদি ৫ থেকে ৬ জন করেও হয়। তাহলে তাদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা থাকবে।"
Sarthak Pandit