Cooch Behar News: শুঁটকি মাছ বোঝাই গাড়ি আটকে ছিনতাই! চাঞ্চল্য মাথাভাঙায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিউ চ্যাংরাব্যান্ধা চেকপোস্ট এলাকায় মঙ্গলবার রাত আনুমানিক ২ টো নাগাদ শুকনো মাছ বোঝাই একটি পিক আপ ভ্যানকে আটক করে চালককে মারধর করে লক্ষাধিক টাকার শুকনো মাছ ছিনতাইয়ের অভিযোগ উঠল।
#মাথাভাঙ্গা : মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিউ চ্যাংরাব্যান্ধা চেকপোস্ট এলাকায় মঙ্গলবার রাত আনুমানিক ২ টো নাগাদ শুকনো মাছ বোঝাই একটি পিক আপ ভ্যানকে আটক করে চালককে মারধর করে লক্ষাধিক টাকার শুকনো মাছ ছিনতাইয়ের অভিযোগ উঠল। ছিনতাই করা মাছ পিক আপ ভ্যান থেকে নামিয়ে অন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে শুকনো মাছ বোঝাই করা একটি পিক আপ ভ্যান ফালাকাটা কোচবিহার ৩১ নং জাতীয় সড়ক হয়ে দিনহাটার দিকে যাচ্ছিল। হঠাৎ নিউ চ্যাংরাব্যান্ধা এলাকায় কয়েকজন দুস্কৃতীপথ আগলে মারধর করে সেই গাড়ির চালককে।
ভয় দেখিয়ে পিক আপ ভ্যান থেকে শুকনো মাছ নামিয়ে নিজেদের গাড়িতে তুলে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এ বিষয়ে গাড়ির চালক ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুকনো মাছের গাড়ির চালকের অভিযোগ, "নিউ চ্যাংড়াবান্ধা এলাকায় একদল দুষ্কৃতি তার গাড়ি আটক করে। তারপর সেখানেই বেধরক মারধর করা হয় তাকে। এবং তাকে প্রাণের মেরে ফেলার ভয় দেখিয়ে তার গাড়ি থেকে শুকনো মাছ নামিয়ে নেয় তারা। তারপর অন্য একটি গাড়ি করে সেই মাছ নিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।"
advertisement
advertisement
এই গোটা ঘটনার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত সেই দুষ্কৃতীদের ধরে ফেলা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।তবে রাস্তা আটকে এই ধরনের ছিনতাই এর ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে পুলিশকে। বহু ধরনের ছিনতাই এর অভিযোগ থাকলেও এ ধরনের ছিনতাই খুব একটা শুনতে পাওয়া যায় না। তবে এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
advertisement
আরও পড়ুনঃ সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুতে আচমকাই উত্তপ্ত তুফানগঞ্জ
এলাকার এক স্থানীয় বাসিন্দা মীনাজুল রহমান বলেন, "রাতের বেলা পণ্যবাহী গাড়ি আটকে এই ধরনের ছিনতাই এই এলাকায় প্রথম। টাকা পয়সা ছিনতাই কিংবা সামগ্রী লুট আগেও হয়েছে বহুবার।" তবে ছিনতাইকারী দল শুকনো মাছ ছিনতাই করলো কেন এটা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 14, 2022 6:31 PM IST