পতাকা বিক্রি করতে বসা একজন দোকানদার তাপস দাস বলেন, "এ বছর পতাকা কেনার চাহিদা মানুষের মধ্যে অনেকটাই বেশি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই আমেজ দেখা যাচ্ছে কোচবিহার বাসীর মধ্যে। শুধুমাত্র পতাকাই নয় পতাকার পাশাপাশি বিক্রি হচ্ছে বুকে লাগানো ব্যাচ এবং গাড়িতে লাগানো ছোট ছোট পতাকা স্ট্যান্ড।" এ বছর কোচবিহারে করোনার প্রভাব কিছুটা কম থাকায় স্বাধীনতা দিবস বেশ ভালোভাবেই পালন হতে চলেছে।
advertisement
আরও পড়ুনঃ জল নিকাশের সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা, উদ্বোধন করা হল কালভার্ট
আরও পড়ুনঃ সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট
আর মূলত সেকারণেই এই বৃদ্ধির ছবি দেখতে পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন দোকানে। বাচ্চা থেকে বড় সকলেই এই পতাকা গুলি কিনছেন দোকানে ভীড় করে। ছেলের সঙ্গে দোকানে পতাকা কিনতে আসা একজন ব্যক্তি বিপ্লব মহন্ত জানান, "প্রতি বছরের মতন এ বছরও স্বাধীনতা দিবস পালন করব। তবে এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে সেই আনন্দটা থাকবে অনেকটাই বেশি।
ছেলে বায়না ধরেছে পতাকা কিনবে। তাই ছেলেকে নিয়েই দোকানে এসেছি পতাকা কিনতে। স্বাধীনতা দিবসের দিন আমার বাড়িতেও পতাকা উত্তোলন করব।" এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তার পাশাপাশি পাল্লা দিয়ে থাকছে জাতীয় পতাকা উত্তোলন। শহরের আনাচে-কানাচে প্রত্যেকটি জায়গায় স্বাধীনতা দিবসের দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাই কোচবিহারের বিভিন্ন দোকানে ছোট থেকে বড় সব ধরনের পতাকা ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর সে কারণে খুশি পতাকা ব্যবসায়ীরা এবং যারা এগুলো তৈরি করেন তারাও।
Sarthak Pandit