TRENDING:

Cooch Behar: সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট

Last Updated:

শহরের আনাচে-কানাচে প্রায় প্রত্যেকটি দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে এই জাতীয় পতাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: আসছে ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে জাতীয় পতাকার। শহরের আনাচে-কানাচে প্রায় প্রত্যেকটি দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে এই জাতীয় পতাকা। তবে পতাকা ছাড়াও বিক্রি হচ্ছে ব্যাজ এবং অন্যান্য জিনিস। আর সেগুলি কিনতেই দোকানে ভিড় জমাচ্ছেন কোচবিহারের মানুষেরা কোচবিহারের ভবানীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন দোকানে এই দৃশ্য চোখে পড়ছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার বিক্রি শুরু কোচবিহারে
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার বিক্রি শুরু কোচবিহারে
advertisement

পতাকা বিক্রি করতে বসা একজন দোকানদার তাপস দাস বলেন, "এ বছর পতাকা কেনার চাহিদা মানুষের মধ্যে অনেকটাই বেশি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই আমেজ দেখা যাচ্ছে কোচবিহার বাসীর মধ্যে। শুধুমাত্র পতাকাই নয় পতাকার পাশাপাশি বিক্রি হচ্ছে বুকে লাগানো ব্যাচ এবং গাড়িতে লাগানো ছোট ছোট পতাকা স্ট্যান্ড।" এ বছর কোচবিহারে করোনার প্রভাব কিছুটা কম থাকায় স্বাধীনতা দিবস বেশ ভালোভাবেই পালন হতে চলেছে।

advertisement

আরও পড়ুনঃ জল নিকাশের সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা, উদ্বোধন করা হল কালভার্ট

আরও পড়ুনঃ সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট

View More

আর মূলত সেকারণেই এই বৃদ্ধির ছবি দেখতে পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন দোকানে। বাচ্চা থেকে বড় সকলেই এই পতাকা গুলি কিনছেন দোকানে ভীড় করে। ছেলের সঙ্গে দোকানে পতাকা কিনতে আসা একজন ব্যক্তি বিপ্লব মহন্ত জানান, "প্রতি বছরের মতন এ বছরও স্বাধীনতা দিবস পালন করব। তবে এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে সেই আনন্দটা থাকবে অনেকটাই বেশি।

advertisement

ছেলে বায়না ধরেছে পতাকা কিনবে। তাই ছেলেকে নিয়েই দোকানে এসেছি পতাকা কিনতে। স্বাধীনতা দিবসের দিন আমার বাড়িতেও পতাকা উত্তোলন করব।" এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তার পাশাপাশি পাল্লা দিয়ে থাকছে জাতীয় পতাকা উত্তোলন। শহরের আনাচে-কানাচে প্রত্যেকটি জায়গায় স্বাধীনতা দিবসের দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাই কোচবিহারের বিভিন্ন দোকানে ছোট থেকে বড় সব ধরনের পতাকা ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর সে কারণে খুশি পতাকা ব্যবসায়ীরা এবং যারা এগুলো তৈরি করেন তারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল