Cooch Behar: সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট

Last Updated:

শহরের আনাচে-কানাচে প্রায় প্রত্যেকটি দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে এই জাতীয় পতাকা।

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার বিক্রি শুরু কোচবিহারে
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার বিক্রি শুরু কোচবিহারে
#কোচবিহার: আসছে ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে জাতীয় পতাকার। শহরের আনাচে-কানাচে প্রায় প্রত্যেকটি দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে এই জাতীয় পতাকা। তবে পতাকা ছাড়াও বিক্রি হচ্ছে ব্যাজ এবং অন্যান্য জিনিস। আর সেগুলি কিনতেই দোকানে ভিড় জমাচ্ছেন কোচবিহারের মানুষেরা কোচবিহারের ভবানীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন দোকানে এই দৃশ্য চোখে পড়ছে।
পতাকা বিক্রি করতে বসা একজন দোকানদার তাপস দাস বলেন, "এ বছর পতাকা কেনার চাহিদা মানুষের মধ্যে অনেকটাই বেশি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই আমেজ দেখা যাচ্ছে কোচবিহার বাসীর মধ্যে। শুধুমাত্র পতাকাই নয় পতাকার পাশাপাশি বিক্রি হচ্ছে বুকে লাগানো ব্যাচ এবং গাড়িতে লাগানো ছোট ছোট পতাকা স্ট্যান্ড।" এ বছর কোচবিহারে করোনার প্রভাব কিছুটা কম থাকায় স্বাধীনতা দিবস বেশ ভালোভাবেই পালন হতে চলেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট
আর মূলত সেকারণেই এই বৃদ্ধির ছবি দেখতে পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন দোকানে। বাচ্চা থেকে বড় সকলেই এই পতাকা গুলি কিনছেন দোকানে ভীড় করে। ছেলের সঙ্গে দোকানে পতাকা কিনতে আসা একজন ব্যক্তি বিপ্লব মহন্ত জানান, "প্রতি বছরের মতন এ বছরও স্বাধীনতা দিবস পালন করব। তবে এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে সেই আনন্দটা থাকবে অনেকটাই বেশি।
advertisement
ছেলে বায়না ধরেছে পতাকা কিনবে। তাই ছেলেকে নিয়েই দোকানে এসেছি পতাকা কিনতে। স্বাধীনতা দিবসের দিন আমার বাড়িতেও পতাকা উত্তোলন করব।" এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তার পাশাপাশি পাল্লা দিয়ে থাকছে জাতীয় পতাকা উত্তোলন। শহরের আনাচে-কানাচে প্রত্যেকটি জায়গায় স্বাধীনতা দিবসের দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাই কোচবিহারের বিভিন্ন দোকানে ছোট থেকে বড় সব ধরনের পতাকা ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর সে কারণে খুশি পতাকা ব্যবসায়ীরা এবং যারা এগুলো তৈরি করেন তারাও।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: সামনেই স্বাধীনতা দিবস, জাতীয় পতাকার বিক্রি জমজমাট
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement