হাসপাতাল চত্বরের ফাকা জায়গা গুলিকে লোহার নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পরিবেশকে উন্নত করে তুলতে কোনরকম খামতি রাখছে না মাথাভাঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষ। মাথাভাঙ্গা হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডঃ মাসুদ হাসান জানান, "আমরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পরিবেশকে উন্নত করে তুলতে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি। কিছুই ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। আর কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চলছে।
advertisement
আরও পড়ুনঃ আটকে রয়েছে রায়ডাক ১ নদীর সেতুর কাজ! অনিশ্চয়তার মুখে সেতুর ভবিষ্যত
আমরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালকে রোগীদের জন্য উন্নতমানের একটি হাসপাতাল করে তুলতে বদ্ধপরিকর। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহির্বিভাগকেও নতুন করে সাজানো হচ্ছে। বাইরে এবং ভিতরে রং করার কাজ চলছে। এছাড়াও মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনা স্তুপ সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলা হয়েছে।" দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা সুপার স্পেশালিটি হসপিটালের দাবি তুলছিলেন স্থানীয়রা। তার মূলত কারণ ছিল হাসপাতালে বেহাল দশা।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোয় চান্দামারির এবারের থিম 'মৌমাছির দেশ'
তবে এই বেহাল দশার চিত্র সঠিক করে তুলতেই উদ্যোগী হয়েছে মাথাভাঙ্গা হাসপাতাল কর্তৃপক্ষ। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় মিঠুন সরকার বলেন, "দীর্ঘ সময় ধরে হাসপাতালের অবস্থা বেহাল হয়েছিল। তবে বর্তমানে যে উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। তার ফলে হাসপাতাল চত্বরের পরিবেশ কিছুটা হলেও উন্নত হয়েছে। এখানে চিকিৎসা করাতে আসা রোগীরা এই উন্নয়নের কাজের ফলে অত্যন্ত খুশি।"
Sarthak Pandit