অন্যান্য বিষয় থেকে অংকতে নম্বর তোলা অনেক বেশি সহজ। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই অংকতে সম্পূর্ণ নম্বর পেতে পারে যেকোনো ছাত্রছাত্রী। প্রথমত, টেস্ট পেপারের অংক বিষয়ের প্রত্যেকটি পেজ কভার করতে হবে। দ্বিতীয়ত, অংক বিষয়ের নির্দিষ্ট টপিক ধরে ধরে কভার করতে হবে।
কোন নির্দিষ্ট টপিকের ওপর টেস্ট পেপার এর মধ্যে যতগুলি অংক রয়েছে তা একটি জায়গায় পরপর করে ফেলতে হবে। যদি কোন অংক না করতে পারে কেউ। তাহলে সেই অংক শিক্ষকের কাছ থেকে দেখে নিতে হবে ভালো করে। অংক বিষয়ে নম্বর তোলা খুব সহজ। শুধুমাত্র বাড়িতে প্র্যাকটিস করা অংকগুলিকে মনে রেখে সেই অনুযায়ী করতে হবে।
advertisement
কোন পরীক্ষার্থী যদি টেস্ট পেপারকে সম্পূর্ণ কভার করতে পারে তাহলে তার অংক বিষয় বেশ ভালোই নাম্বার আসবে। এছাড়া টেস্ট পেপার সমাধান করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংকের প্রতি ভীতি দূর হবে ও মনোবল বাড়বে। তবে নার্ভাস হয়ে গেলে একদম চলবে না। সাহস রাখতে হবে মনের মধ্যে। কোন অংক না পারলে ভয় পেলে চলবে না।
নিজেদের পছন্দের টপিক গুলিকে টার্গেট করে আগে শেষ করতে হবে। এবং সেই টপিক গুলিতে নিজেদের পারদর্শী করে তুলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় টেস্ট পেপারের মধ্যে যে সমস্ত অংক থাকে তার মধ্যেই আসে। কারণ বোর্ড এর প্রথম পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুন: Birbhum Arrest: নাটকীয় কায়দায় যাত্রী বোঝাই বাস দাঁড় করিয়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র কারবারি
তাই সেই কারণে ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন অংক পরীক্ষা দেওয়া হয় না। তাই এক বছরের টেস্ট পেপার সম্পূর্ণ কভার করতে পারলে আত্মবিশ্বাস যেমনি বাড়ে ঠিক তেমনি অংকের কমন পড়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে ওঠে। সব মিলিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসার আগে থেকে মানসিকভাবে বেশি প্রস্তুত থাকতে হবে।"
Sarthak Pandit