ধর্ণারত ওই যুবতী জানান, "দীর্ঘ প্রায় এক বছরের ও বেশি সময় ধরে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁদের দুজনের মধ্যে। প্রেমিক সম্পর্কে তাঁর মামা হয়। দুজনের বাড়ি পাশাপাশি দুই গ্রামে। আগে প্রেমিক তাঁকে বিয়ে করতে রাজি থাকলেও, বর্তমানে বিয়ে করতে পরিষ্কার অস্বীকার করে অভিযুক্ত ওই প্রেমিক। তাই সে কোন পথ না পেয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণাতে বসেছে। যতক্ষণ না পর্যন্ত তাঁকে মেনে না নেওয়া হয়। ততক্ষন পর্যন্ত সে এই ধর্না অব্যাহত রাখবে।"
advertisement
আরও পড়ুন: এসি ছাড়াই মুহূর্তে ঠান্ডা হবে ঘর! গরম থেকে রেহাই পেতে জানুন এই উপায়
আরও পড়ুন:
তবে গোটা এই ধর্ণার বিষয় নিয়ে কোন প্রকারের মুখ খুলতে রাজি হননি জনৈক ওই প্রেমিকের পরিবারের মানুষেরা। যুবতীর ধর্ণায় বসার শুরুর দিন থেকেই প্রেমিক যুবক বাড়ি থেকে পলাতক অবস্থায় রয়েছেন। তবে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রেমিকের পরিবারের মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং ধর্ণারত ওই যুবতীর সঙ্গে কথাও বলেন। তবে গোটা ঘটনার কোন লিখিত অভিযোগ জমা না পড়ার কারণে পুলিশ কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এখনোও পর্যন্ত। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে এলাকায় আবারোও কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।
Sarthak Pandit