দেশি-বিদেশি মুদ্রা থেকে স্ট্যাম্প, বাড়ি যেন আস্ত সংগ্রহশালা!

পেশায় তিনি একজন পশু চিকিৎসক

তবে পশ্চিম মেদিনীপুরের যুবক পার্থিব রায়ের নেশা বিভিন্ন দেশের নোট এবং বিভিন্ন সময় প্রকাশিত স্ট্যাম্প সংগ্রহের

কর্মক্ষেত্রে থাকার পাশাপাশি যুবকের শখে খামতি নেই

বর্তমানে প্রায় সাতশোরও বেশি দেশি ও বিদেশি মুদ্রা সংগ্রহে রয়েছে তাঁর

বাড়িতেই যেন মুদ্রার সংগ্রহশালা

শুধু মুদ্রা সংগ্রহ নয়, বিভিন্ন সময়ের পোস্টাল স্ট্যাম্পও তিনি সংগ্রহ করেছেন

পার্থিবের মা শিক্ষকতার কাজে যুক্ত, বাড়িতে আসত অনেক চিঠি

চিঠি থেকে পার্থিব তুলে রেখে দিতেন স্ট্যাম্পগুলো

তখন থেকেই শুরু শখের অঙ্কুরোদ্গম

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন