TRENDING:

Cooch Behar News: চিকিৎসা করে ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ! কোচবিহারে রেললাইনের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

Last Updated:

Cooch Behar News: এদিন স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ ভিন রাজ্য থেকে চিকিৎসা করে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের নিউ গোসাইরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। আত্মঘাতী হয়েছেন অসমের বরপেটার এক বাসিন্দা। মৃতের নাম ধরণী মোচারি (৪৮)।
মাথাভাঙা থানা
মাথাভাঙা থানা
advertisement

এদিন স্থানীয় বাসিন্দারা নিউ গোসাইরহাট এলাকায় রেললাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে মাথাভাঙা থানার পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুনঃ রাজ্যের মধ্যে শান্তিপুরেই প্রথম! এবার সূর্যের আলোয় সেচের সমাধান, কৃষকদের মুখে খুশির হাসি

advertisement

মৃত ধরণী মোচারির ভাই ভদ্রেশ্বর মোচারি জানান, চিকিৎসা করাতে তাঁর দাদাকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মাথাভাঙার নিউ গোসাইরহাট এলাকায় ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ধরণী আত্মঘাতী হন বলে তাঁদের অনুমান।

এখানেই শেষ নয়! মৃতের পরিবারের আরও দাবি, ধরণী মোচারি মানসিকভাবে স্থিতিশীল ছিলেন না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আবর্জনাই ভবিষ্যতের সম্পদ! বর্জ্য থেকে তৈরি হচ্ছে ইট, অ্যালুমিনিয়াম সহ কত কী
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: চিকিৎসা করে ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ! কোচবিহারে রেললাইনের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল