Nadia News: রাজ্যের মধ্যে শান্তিপুরেই প্রথম! এবার সূর্যের আলোয় সেচের সমাধান, কৃষকদের মুখে খুশির হাসি
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Agriculture News: স্থানীয় কৃষকদের মতে, সারা বছর নিরবচ্ছিন্ন সেচের সুবিধা পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে, আয় বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন গতি আসবে।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ সূর্যের আলোতেই এবার সেচের সমাধান! এই ভাবনাকে বাস্তব রূপ দিল পশ্চিমবঙ্গ সরকার। নদিয়া জেলার শান্তিপুর ব্লকে সৌরশক্তি চালিত ক্ষুদ্র সেচ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে কৃষকদের মুখে ফুটল খুশির হাসি। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের উদ্যোগে রাজ্যের মধ্যে প্রথমবার নদিয়ার শান্তিপুর ব্লকের মানিকনগর, নতুন মাঠ ভোলাডাঙা, মেডিয়া, চর মালতিপুর ও গয়েশপুর- এই পাঁচটি মৌজায় মোট ২৩টি সৌরশক্তি চালিত ৫ এইচপি ভূপৃষ্ঠ পাম্পভিত্তিক নদীজল ব্যবহারকারী ক্ষুদ্র সেচ প্রকল্প সফলভাবে রূপায়িত হয়েছে।
প্রকল্পটির জন্য মোট ব্যয় হয়েছে ১৬৫.১০ লক্ষ টাকা। এদিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তিনি বলেন, “সূর্যের শক্তিতে নদীর জল ব্যবহার করে নিশ্চিত সেচের ব্যবস্থা কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এতে সেচ খরচ কমবে, বিদ্যুতের উপর নির্ভরতা কমবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ঘটবে।”
আরও পড়ুনঃ ২৩ ঘণ্টার মধ্যে ৫৫০ কিলোমিটার! সাইকেল চালিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা, অনন্য দৃষ্টান্ত তমলুকের যুবকের
স্থানীয় কৃষকদের মতে, এই প্রকল্প প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে। সারা বছর নিরবচ্ছিন্ন সেচের সুবিধা পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে, আয় বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন গতি আসবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি তথা জেলা পরিষদ সদস্য দীপক বসু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য নিমাই বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ। তাঁরা সকলেই এই উদ্যোগকে ঐতিহাসিক ও ভবিষ্যতমুখী বলে অভিহিত করেন। সব মিলিয়ে, সৌরশক্তি নির্ভর এই ক্ষুদ্র সেচ প্রকল্প শান্তিপুর ব্লকের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল ও কৃষক সমাজ।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 27, 2026 1:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: রাজ্যের মধ্যে শান্তিপুরেই প্রথম! এবার সূর্যের আলোয় সেচের সমাধান, কৃষকদের মুখে খুশির হাসি







