advertisement

East Medinipur News: ২৩ ঘণ্টার মধ্যে ৫৫০ কিলোমিটার! সাইকেল চালিয়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর বার্তা, অনন্য দৃষ্টান্ত তমলুকের যুবকের

Last Updated:
East Medinipur News: বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই যাত্রা হয়েছে। সাইকেল চালিয়ে ২২ ঘণ্টা ৪৩ মিনিটের মধ্যেই পৌঁছে যান তমলুকের যুবক।
1/6
গাড়ি চালক, বাইক আরোহী ও পথচারীদের মধ্যে পথ সচেতন ও তার বার্তা তুলে ধরা উদ্দেশ্য। 'সেফ ড্রাইভ সেভ লাইফ'এর বার্তা তুলে ধরতে এবার সাইকেলে প্রায় ২৩ ঘণ্টায় ৫৫০ কিলোমিটার পথ অতিক্রম করলেন তমলুকের অভিষেক তুঙ্গ। কোনওরকম সহায়তা ছাড়াই এই পথ অতিক্রম করে দৃষ্টান্ত স্থাপন করলেন ওই যুবক। সঙ্গে ছিল পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আরও চারজন। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
গাড়ি চালক, বাইক আরোহী ও পথচারীদের মধ্যে পথ সচেতন ও তার বার্তা তুলে ধরা উদ্দেশ্য। 'সেফ ড্রাইভ সেভ লাইফ'এর বার্তা তুলে ধরতে এবার সাইকেলে প্রায় ২৩ ঘণ্টায় ৫৫০ কিলোমিটার পথ অতিক্রম করলেন তমলুকের অভিষেক তুঙ্গ। কোনওরকম সহায়তা ছাড়াই এই পথ অতিক্রম করে দৃষ্টান্ত স্থাপন করলেন ওই যুবক। সঙ্গে ছিল পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার আরও চারজন। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
2/6
৫৫০ কিলোমিটারের এই সাইকেল চ্যালেঞ্জের নাম দেওয়া হয় 'রয়্যাল বেঙ্গল এক্সপ্রেস'। ভারতের ক্রমবর্ধমান আল্ট্রা-সাইক্লিং সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে এই সাইকেল চ্যালেঞ্জ। ডি-কোয়েস্টস অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাকাডেমি দ্বারা আয়োজিত এবং ওয়ার্ল্ড আল্ট্রা সাইক্লিং অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এই ইভেন্টে সাইক্লিস্টরা বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাত্রা করেন।
৫৫০ কিলোমিটারের এই সাইকেল চ্যালেঞ্জের নাম দেওয়া হয় 'রয়্যাল বেঙ্গল এক্সপ্রেস'। ভারতের ক্রমবর্ধমান আল্ট্রা-সাইক্লিং সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে এই সাইকেল চ্যালেঞ্জ। ডি-কোয়েস্টস অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাকাডেমি দ্বারা আয়োজিত এবং ওয়ার্ল্ড আল্ট্রা সাইক্লিং অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এই ইভেন্টে সাইক্লিস্টরা বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাত্রা করেন।
advertisement
3/6
ব্যক্তিগত কর্মী বা সহায়ক যান ছাড়াই সম্পূর্ণ স্বনির্ভরভাবে দিন-রাতের মহাসড়কের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই পথ পাড়ি দেন। পাঁচজন সাইক্লিস্ট ২৪ ঘণ্টার মধ্যে পুরো দূরত্বটি সম্পন্ন করেছেন। ওই পাঁচজন সাইক্লিস্টের মধ্যে তমলুক থেকে অভিষেক তুঙ্গ, রায়দিঘি থেকে সৌম্যদীপ মণ্ডল, বর্ধমানের মেমারি থেকে মোহাম্মদ নওয়াজ ও শেখ সাদিক এবং ডুয়ার্স থেকে গোকুল রাই রয়েছেন।
ব্যক্তিগত কর্মী বা সহায়ক যান ছাড়াই সম্পূর্ণ স্বনির্ভরভাবে দিন-রাতের মহাসড়কের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই পথ পাড়ি দেন। পাঁচজন সাইক্লিস্ট ২৪ ঘণ্টার মধ্যে পুরো দূরত্বটি সম্পন্ন করেছেন। ওই পাঁচজন সাইক্লিস্টের মধ্যে তমলুক থেকে অভিষেক তুঙ্গ, রায়দিঘি থেকে সৌম্যদীপ মণ্ডল, বর্ধমানের মেমারি থেকে মোহাম্মদ নওয়াজ ও শেখ সাদিক এবং ডুয়ার্স থেকে গোকুল রাই রয়েছেন।
advertisement
4/6
মোট ২৪ ঘণ্টা সময় ধার্য করা হয়েছিল। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই সাইকেল চালিয়ে ২২ ঘণ্টা ৪৩ মিনিটের মধ্যেই পৌঁছে যান অভিষেক। যাত্রাপথে তুলে ধরা হয়েছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'এর বার্তা।
মোট ২৪ ঘণ্টা সময় ধার্য করা হয়েছিল। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই সাইকেল চালিয়ে ২২ ঘণ্টা ৪৩ মিনিটের মধ্যেই পৌঁছে যান অভিষেক। যাত্রাপথে তুলে ধরা হয়েছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'এর বার্তা।
advertisement
5/6
এই বিষয়ে অভিষেক জানান,
এই বিষয়ে অভিষেক জানান, "পুরো জার্নিতে খোলা সড়ক পথে যাতায়াত করতে হয়েছে। বাগডোগরা বিমানবন্দরে ভোর ৪:৩০ মিনিটে যাত্রা শুরু হয়। সময় ছিল ২৪ ঘণ্টা। নির্ধারিত সময়ের আগেই আমায় নিয়ে পাঁচজন যাত্রা সম্পন্ন করেছে। বাহ্যিক সহায়তা ছাড়াই প্রত্যেক সাইক্লিস্ট নির্বিঘ্নে ৫৫০ কিমি পথ অতিক্রম করেছে।"
advertisement
6/6
প্রসঙ্গত, এই ইভেন্টটি কোনও রকম বাণিজ্যিক কার্যকলাপ বা বাহ্যিক সহায়তা ছাড়াই পরিচালিত হয়েছিল এবং স্বনির্ভর আল্ট্রা-সাইক্লিংয়ের নিয়মাবলী কঠোরভাবে মেনে চলা হয়। রাইডাররা ট্র্যাফিক নিয়ম অনুসরণ করে এবং পুরো যাত্রাপথে 'নিরাপদ ড্রাইভ করুন, জীবন বাঁচান' সড়ক নিরাপত্তার বার্তাটি প্রচার করেন। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
প্রসঙ্গত, এই ইভেন্টটি কোনও রকম বাণিজ্যিক কার্যকলাপ বা বাহ্যিক সহায়তা ছাড়াই পরিচালিত হয়েছিল এবং স্বনির্ভর আল্ট্রা-সাইক্লিংয়ের নিয়মাবলী কঠোরভাবে মেনে চলা হয়। রাইডাররা ট্র্যাফিক নিয়ম অনুসরণ করে এবং পুরো যাত্রাপথে 'নিরাপদ ড্রাইভ করুন, জীবন বাঁচান' সড়ক নিরাপত্তার বার্তাটি প্রচার করেন। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
advertisement
advertisement