Cooch Behar News: শুধু মিটারের জন্য ২ বছর ধরে চক্কর, শেষে বিদ্যুৎ অফিসের সামনেই যুবকের ধরনা! হয়রানির অভিযোগে তোলপাড়
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Cooch Behar News: মাথাভাঙ্গায় বিদ্যুতের মিটার না পেয়ে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে ধরনায় এক যুবক। হয়রানির অভিযোগে তোলপাড়।
মাথাভাঙ্গা, কোচবিহার, রাজেশ দাশ: মাথাভাঙ্গায় বিদ্যুতের মিটার না পেয়ে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে ধরনায় এক যুবক। মাথাভাঙ্গা বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন মাথাভাঙ্গা দুই ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলের। প্রসেনজিৎ মন্ডলের অভিযোগ, ভাইয়ের ঘরে মিটার রয়েছে। তবে তারা আলাদা ভাবে থাকেন।
তাঁর অভিযোগ, একই বাড়িতে তাই বিদ্যুৎ দফতরে নতুন মিটারের জন্য আবেদন করা হলেও কোনও সাড়া মেলেনি বিদ্যুত দফতরের পক্ষ থেকে। বিগত দুই বছর ধরে এই হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু আলাদাভাবে থাকেন, তাই সীমানা আলাদা করতে হবে। যদিও বিদ্যুৎ দফতরের এই কথার পর পাটকাঠির বেড়া দেন প্রসেনজিৎবাবু।
advertisement
advertisement
কিন্তু অভিযোগ বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, পাকা সীমানা প্রাচীর দিতে হবে। এরপরই কোনও উপায় না পেয়ে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে ধরনা দেন ওই যুবক। যুবকের দাবি, তার আর্থিক অবস্থা ভাল নয়। তারপক্ষে পাকা দেওয়াল দেওয়া সম্ভব নয়।
advertisement
আরও পড়ুন: চারচাকার ধাক্কায় দুমড়ে গেল আস্ত অটো, ৮ যাত্রীর আর্তনাদে কেঁপে উঠল ফুলিয়া! টায়ার ফেটে বড় বিপত্তি
যদিও সূত্রের খবর. মাথাভাঙ্গা বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আলাদা সীমানা থাকলেই ওই ব্যক্তিকে বিদ্যুতের মিটার দেওয়া হবে। আর এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুতের সংযোগ পেতে হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন প্রসেনজিৎ মন্ডল।
Location :
Mathabhanga,Koch Bihar,West Bengal
First Published :
Jan 27, 2026 5:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: শুধু মিটারের জন্য ২ বছর ধরে চক্কর, শেষে বিদ্যুৎ অফিসের সামনেই যুবকের ধরনা! হয়রানির অভিযোগে তোলপাড়











