Mamata Banerjee: ‘শান্তি-সম্প্রীতির পুণ্যভূমি এই বাংলা,’ কোচবিহারে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির দর্শন মমতার, দিলেন পুজো
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মন্দির দর্শনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সর্বধর্ম সমন্বয়ে পবিত্র হোক শান্তি-সম্প্রীতির পুণ্যভূমি এই বাংলা। আজকে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তীর্থস্থান মদনমোহন মন্দির দর্শন করলাম৷’’
advertisement
advertisement
advertisement
মমতা বলেন, ‘‘ রাজ্যের সকল নাগরিকের মঙ্গল কামনায়; আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছি। ঈশ্বর যেন সবার জীবনে কল্যাণ ও শান্তি বর্ষণ করেন। মদনমোহন মন্দির কোচবিহারের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রার্থনা - ঈশ্বরের আশীর্বাদে আমার ধাত্রীভূমি থেকে সকল বিদ্বেষ মুছে যাক। বিনাশ হোক সকল অশুভ শক্তির।’’
advertisement
এদিন কোচবিহারের রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে কথা বলার পাশাপাশি SIR- নিয়েও ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় মমতাকে৷ বলেন, ‘‘পথশ্রী প্রকল্পে ২০ হাজার কিমি নতুন রাস্তা হচ্ছে। অনেকেই SIR নিয়ে ব্যস্ত। কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে প্রশাসনিক কর্তাদের নির্দেশ। ভাল করে কাজ করুন।’’
advertisement
মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, ‘‘BDO, SDO, BLO, DLO দের ওপর চাপ বাড়ছে। এটা ইচ্ছে করে করা হয়েছে যাতে উন্নয়ন ব্যাহত হয়। কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে। SIR নিয়ে কিছু সমস্যা হয়েছে। যাঁরা বিহারে ভোট দেয়নি, তাঁদের নাম কেন বাদ যাবে? যাঁরা পরিযায়ী শ্রমিক, তাঁদের পরিবারের সঙ্গে কথা বলুন। MAY I HELP YOU রাজ্য করছে। ১২ তারিখ থেকে শুরু৷’’
