Summer Tips : এসি ছাড়াই মুহূর্তে ঠান্ডা হবে ঘর! গরম থেকে রেহাই পেতে জানুন এই উপায়
- Published by:Piya Banerjee
Last Updated:
Summer Tips: কী কাণ্ড! এসি ছাড়াই নাকি ঠান্ডা হবে ঘর? অবিশ্বাস্য হলেও সত্যি। জানুন উপায়
advertisement
advertisement
advertisement
ঘরের মধ্যে এবং জানালার সামনে কিছু এয়ার পিউরিফায়ার গাছ ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকবে গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ফলে ঘরের তাপমাত্রা কমবে। এক্ষেত্রে যেমন গাছ ব্যবহারের ফলে ঘর সুন্দর দেখাবে তেমনভাবেই গরম থেকে মুক্তি পাওয়া যাবে। এক্ষেত্রে এয়ার পিউরিফায়ার হিসেবে স্নেক প্লান্ট, পিস লিলি, স্পাইডার প্লান্ট রাখতে পারেন। ( লেখা: Nayan Ghosh)
advertisement
advertisement
advertisement
বলা হয়, সাদা রং সূর্যালোক অনেক বেশি প্রতিফলিত করে ফিরিয়ে দিতে পারে। যে কারণে গ্রীষ্মকালে সাদা রঙের পোশাক বেশি করে ব্যবহার করতে বলা হয়। এই একই ফর্মুলা ব্যবহার করে ঘরের ছাদ সাদা রং করাতে পারেন। সূর্যালোক ছাদ থেকে প্রতিফলিত হয়ে ফিরে গেলে, ঘর কম গরম হবে। রুমে ঠান্ডা অনুভূতি পাবেন।( লেখা: Nayan Ghosh)