আরও পড়ুন: গঙ্গা কেড়ে নিয়েছে সবকিছু! দিশাহারা গোটা গ্রামের মানুষ
ক্যারাটে খেলোয়ার জাহ্নবী দেবনাথ জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। বহু পদকও জিতেছেন। কিন্তু এত সাফল্য সত্ত্বেও কোনও সুযোগ-সুবিধা পাচ্ছেন না। সরকারি তো অনেক দূরের বিষয় বেসরকারি ভাবেও কোন সহযোগিতা পাননি এখনও পর্যন্ত। তাই পরিবারের অর্থের যোগানের উপরে ভরসা করেই এই খেলা চালিয়ে যেতে হচ্ছে তাঁদের। বাবা দিনমজুর। ফলে টানাটানির সংসারে খেলার জন্য অর্থের যোগান থাকে না বললেই চলে।
advertisement
ওই পরিবারেরই আরেক ক্যারাটে খেলোয়ার তথা জাহ্নবীর বোন দীপ্তা দেবনাথ জানান, দিদির সঙ্গে তিনি প্রায় চার বছর ধরে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনিও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। তবে পারিবারিক আর্থিক অবস্থা ভাল না থাকায় উন্নতমানের প্রশিক্ষণ নেওয়া সম্ভব হচ্ছে না। দুই সফল বোনের দিনমজুর বাবা নিখিল দেবনাথ জানান, তিনি পেশায় রঙের মিস্ত্রি। দিনমজুরি করে সারাদিনে বড়জোর ৪০০ টাকা রোজগার হয়। কোনদিন সেটাও হয় না। এই পরিস্থিতির মধ্যে মেয়েদের খেলার খরচ চালানো তাঁর পক্ষে বেশ কষ্টের হয়ে দাঁড়িয়েছে। তবে এলাকার মানুষের কাছে দেনা করে হলেও তিনি মেয়েদের এই খেলা চালিয়ে যাবেন।
সার্থক পণ্ডিত