Malda News: গঙ্গা কেড়ে নিয়েছে সবকিছু! দিশাহারা গোটা গ্রামের মানুষ

Last Updated:

এগিয়ে আসছে গঙ্গা, যে কোনও মুহূর্তে গিলে খাবে সবকিছু। আতঙ্কে গ্রামবাসীরা নিজেরাই বাড়িঘর ভাঙতে শুরু করেছেন

+
title=

মালদহ: গ্রামজুড়ে হাহাকার।‌ ভিটেমাটি সব গিলে খেয়েছে গঙ্গা। কোথায় আশ্রয় নেবেন তার ঠিক নেই। এমনই অবস্থা রতুয়ার কান্তটোলা গ্রামে। গঙ্গা যেভাবে এগিয়ে আসছে তাতে হয়তো আরও একটি গ্রাম বিলীন হয়ে যাবে নদীগর্ভে, এমনই আশঙ্কা তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।
মালদহের এই এলাকার একের পর এক বাড়ি চাষের জমি নদী ভাঙনে গঙ্গায় তলিয়ে যাচ্ছে। আতঙ্কে কান্তটোলা গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। কিন্তু কোথায় যাবেন, আশ্রয় কোথায় মিলবে কেউ কিচ্ছু জানে না। ইতিমধ্যে গ্রামের সকলেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছেন। গঙ্গায় তলিয়ে যাওয়ায় আগে নিজেরাই সরিয়ে নিচ্ছেন বাড়ি। দ্রুততার সঙ্গে গ্রামের সকলেই বাড়ি ভাঙতে শুরু করেছেন। গঙ্গা ভাঙন আতঙ্কে সকলেই নিজের শেষ সম্বল রক্ষা করতে উদ্যোগ নিয়েছে। গ্রামের বাসিন্দা লক্ষ্মী মণ্ডল বলেন, আমাদের খাবারের প্রয়োজন নেই। প্রয়োজনে ভিক্ষে করে খাব। সরকারের কাছে আমাদের আবেদন, একটু থাকার জায়গা করে‌ দিন। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে রাস্তায় বসেছি। আমাদের একটাই আবেদন পুনর্বাসনের।
advertisement
advertisement
মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে চলতি মরশুমে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত তিনদিন ধরে চলছে এই ভাঙন। গ্রামের প্রায় প্রত্যেকেই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কেউ কৃষিকাজ, কেউ আবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে সংসার চালান। গ্রামের অধিকাংশ বাসিন্দার কৃষি জমি ছিল। কিন্তু গঙ্গার ভাঙনে সেই জমিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। চাষের জমি, আম বাগান চলে যাওয়ার পর এবার গঙ্গার গ্রাসের কবলে গ্রামবাসীদের বাড়িঘর। ইতিমধ্যে প্রায় কুড়িটি বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। প্রতিদিন গঙ্গা ভাঙছে। গত তিনদিন ধরে এলাকায় ব্যাপক হারে ভাঙন শুরু হওয়ায় অবশিষ্ট গ্রামবাসীরা নিজেরাই নিজেদের বাড়িঘর ভেঙে ফেলছেন। কেউ আশ্রয় নিচ্ছেন গ্রাম থেকে দূরে কোন‌ও আম বাগানের নিচে। আবার কেউ চলে যাচ্ছেন আত্মীয়ের বাড়ি। সকলের আত্মীয় পরিজন কাছাকাছি নেই। তাই তাঁদেরকে বাধ্য হয়ে আশ্রয় নিতে হচ্ছে খোলা আকাশের নিচে। স্থানীয় বাসিন্দা কালিপদ মণ্ডল বলেন, গঙ্গার গ্রাসে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার আগেই ভেঙে নিচ্ছি আতঙ্কে। বাড়ির একেবারেই দোরগোড়ায় এসে পৌঁছেছে গঙ্গা। আতঙ্কে বাড়িঘর ভেঙে নিলেও কোথায় আশ্রয় নেব জানি না। রাস্তায় বর্তমানে জিনিসপত্র রেখেছি। প্রশাসন কোনরকম সাহায্য করছে না আমাদের। কিন্তু এইভাবে কতদিন চলবে? স্থায়ী ঠিকানাই বা কী হবে। বাড়িঘর, আসবাবপত্র, গবাদিপশু নিয়ে কোথায় বসবাস করেন তা এখনও ভেবে উঠতে পারছেন না কেউ। এই মুহূর্তে গ্রামের প্রায় ৫০ টি পরিবার কোথায় যাবে, কীভাবে থাকবে সেই সমস্যার সমাধান কারোর কাছে নেই।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গঙ্গা কেড়ে নিয়েছে সবকিছু! দিশাহারা গোটা গ্রামের মানুষ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement