দিনহাটা এলাকার ২ নং ব্লকের স্থানীয় দয়ারসাগর ক্লাব ও পাঠাগার কমিটি প্রায় সাত লক্ষ টাকা বাজেটে তৈরি করা হয়েছিল এই বুর্জ খলিফার আদলের পুজো মণ্ডপ। তবে ঝড়ো হওয়ার সেই প্যান্ডেল ভেঙে পড়ে। মাথায় হাত পুজো কমিটির সদস্যদের।
আরও পড়ুনঃ সিত্রাংয়ের দাপটে হুড়মুড়িয়ে ভাঙল কালীপুজোর প্যান্ডেল বুর্জ খলিফা! দেখুন ভিডিও
advertisement
পুজো কমিটির এক সদস্য জানান, "সিত্রাংয়ের প্রভাব সকাল থেকেই পড়তে শুরু করেছিল গোটা কোচবিহারে। ঝড়ো হাওয়া বইছিল সকাল থেকেই। মূলত এ কারণেই চিন্তায় ছিলাম। তবে দুপুর হতে না হতেই আচমকাই মণ্ডপ ভেঙে পড়ে। মোট ৭ লক্ষ টাকা বাজেট ছিল। একটু পরেই পুজো শুরু হবে। কীভাবে কী করব বুঝে উঠতে পারছি না। পুজো কমিটির সকল সদস্য চিন্তায় রয়েছি। বাস ও টিন দিয়ে তৈরি করা এই বিশাল পুজোমণ্ডপ এখন আর ঠিক করা সম্ভব নয়। আমাদের গোটা খাটনি মাটি হয়ে গেল।"
শুধুমাত্র দিনহাটাই নয়, চিন্তায় রয়েছেন দিনহাটার পাশাপাশি কোচবিহার জেলার অন্যান্য মহকুমার বিভিন্ন পুজো কমিটির মানুষেরাও। কালীপুজোর আনন্দ এ বার কিছুটা হলেও চিন্তায় পরিণত হয়েছে আসন্ন ঝড় সিত্রাং-এর কারণে। বেশিরভাগ পুজো কমিটির সদস্যরা পুজো মণ্ডপ ও তৈরি করা থিম নিয়ে রীতিমত চিন্তায় রয়েছেন এবছর।
Sarthak Pandit