Kali Puja 2022|| সিত্রাংয়ের দাপটে হুড়মুড়িয়ে ভাঙল কালীপুজোর প্যান্ডেল বুর্জ খলিফা! দেখুন ভিডিও

Last Updated:

সোমবার দুপুরের দিকে দিনহাটা ২ নং ব্লকের মহাকালধাম এলাকায় আচমকাই ভেঙে পড়ল কালী পুজোর থিমের মন্ডপ। দিনহাটা এলাকার ২ নং ব্লকের স্থানীয় দয়ারসাগর ক্লাব ও পাঠাগার কমিটি প্রায় সাত লক্ষ টাকা বাজেটে তৈরি করা হয়েছিল এই বুর্জ খলিফার আদলের পুজো মন্ডপ।

+
title=

#দিনহাটা: বৃষ্টি না হলেও ঘূর্ণিঝড় সিত্রাং-র প্রভাবে সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন গোটা কোচবিহার জেলার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। আর তারই মাঝে সোমবার দুপুরের দিকে দিনহাটা ২ নং ব্লকের মহাকালধাম এলাকায় আচমকাই ভেঙে পড়ল কালীপুজোর থিমের মণ্ডপ।
দিনহাটা এলাকার ২ নং ব্লকের স্থানীয় দয়ারসাগর ক্লাব ও পাঠাগার কমিটি প্রায় সাত লক্ষ টাকা বাজেটে তৈরি করা হয়েছিল এই বুর্জ খলিফার আদলের পুজো মণ্ডপ। তবে ঝড়ো হওয়ার সেই প্যান্ডেল ভেঙে পড়ে। মাথায় হাত পুজো কমিটির সদস্যদের।
আরও পড়ুনঃ সিত্রাংয়ের দাপটে হুড়মুড়িয়ে ভাঙল কালীপুজোর প্যান্ডেল বুর্জ খলিফা! দেখুন ভিডিও
পুজো কমিটির এক সদস্য জানান, "সিত্রাংয়ের প্রভাব সকাল থেকেই পড়তে শুরু করেছিল গোটা কোচবিহারে। ঝড়ো হাওয়া বইছিল সকাল থেকেই। মূলত এ কারণেই চিন্তায় ছিলাম। তবে দুপুর হতে না হতেই আচমকাই মণ্ডপ ভেঙে পড়ে। মোট ৭ লক্ষ টাকা বাজেট ছিল। একটু পরেই পুজো শুরু হবে। কীভাবে কী করব বুঝে উঠতে পারছি না। পুজো কমিটির সকল সদস্য চিন্তায় রয়েছি। বাস ও টিন দিয়ে তৈরি করা এই বিশাল পুজোমণ্ডপ এখন আর ঠিক করা সম্ভব নয়। আমাদের গোটা খাটনি মাটি হয়ে গেল।"
advertisement
advertisement
শুধুমাত্র দিনহাটাই নয়, চিন্তায় রয়েছেন দিনহাটার পাশাপাশি কোচবিহার জেলার অন্যান্য মহকুমার বিভিন্ন পুজো কমিটির মানুষেরাও। কালীপুজোর আনন্দ এ বার কিছুটা হলেও চিন্তায় পরিণত হয়েছে আসন্ন ঝড় সিত্রাং-এর কারণে। বেশিরভাগ পুজো কমিটির সদস্যরা পুজো মণ্ডপ ও তৈরি করা থিম নিয়ে রীতিমত চিন্তায় রয়েছেন এবছর।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Kali Puja 2022|| সিত্রাংয়ের দাপটে হুড়মুড়িয়ে ভাঙল কালীপুজোর প্যান্ডেল বুর্জ খলিফা! দেখুন ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement