TRENDING:

Janmashtami 2023: প্রতিবছরের মতো এবারও জমজমাট দিনহাটার জন্মাষ্টমীর মেলা! রইল ভিডিও

Last Updated:

Janmashtami 2023: কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমীর মেলা। তবে এই মেলায় খাবারের দোকান পাশাপশি বসেছে বিভিন্ন ধরনের রকমারি জিনিসের দোকান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা: কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমীর মেলা। তবে এই মেলায় খাবারের দোকান পাশাপশি বসেছে বিভিন্ন ধরনের রকমারি জিনিসের দোকান। মেলায় বসা এক জিলিপির দোকানের মালিক বাবলু কর জানান,  “প্রায় তিরিশ বছর ধরে দিনহাটা মহকুমার থানাপাড়া এলাকার মাঠে এই মেলা বসে জন্মাষ্টমী উপলক্ষে। তিনিও প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে এই মেলায় দোকান সাজিয়ে বসেন। প্রতি বছর মেলার জৌলুস অল্প হলেও বৃদ্ধি পায়। এই বছরেও হয়েছে। আগের বছরের তুলনায় দোকানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বেশ অনেকটা। এছাড়াও রকমারি খাবারের দোকানের পাশাপশি রয়েছে বিভিন্ন ধরনের জিনিসের দোকান।”
advertisement

মেলায় টুপি ও চশমার দোকান নিয়ে বসা ব্যবসায়ী সুদীপ বর্মন জানান, “ইতিমধ্যেই মেলায় ভিড় জমতে শুরু করেছে। তবে তাঁরাও দীর্ঘ সময় ধরে এই মেলার মধ্যে দোকান দেন। তবে এবারে জিনিসের দাম আগের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। এছাড়া নিত্য নতুন ধরনের নানা জিনিস এসেছে এবারের দোকানে। তবে তিনি আশাবাদী যে আগের বছর মুনাফার চাইতে এই বছর মুনাফা কিছুটা হলেও ভাল হবে। কারণ, সামনেই দুর্গা পুজো। সেইজন্য নিত্য নতুন ধরনের ফ্যাশনের জিনিস বেশ অনেকটাই বিক্রি হওয়ার সম্ভবনা রয়েছে। ” মহকুমা শহর দিনহাটার বুকে এই জন্মাষ্টমীর মেলায় প্রতিবছর সাধারণ মানুষের ভিড় রীতিমতো উপচে পড়ে।”

advertisement

আরও পড়ুন:  সস্তায় দেশ অথবা বিদেশ ট্যুরের প্যাকেজ এবার হাতের মুঠোয়! কীভাবে? জানুন বিস্তারিত!

দিনাটার মহকুমার এক বাসিন্দা স্থানীয় প্রশান্ত কর জানান,  “দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে এই মেলা এই এলাকায় গিয়ে আসছে। তবে আগের তুলনায় মেলার জৌলুস আরও অনেকটাই বেড়ে উঠেছে। দিন যাচ্ছে মেলা আরোও জমজমাট হচ্ছে। এবারের মেলায় মহিলাদের সাজসজ্জার জিনিসের পাশাপশি বাচ্চাদের খেলনার দোকান ও রকমারি খাওয়ার দোকান বসেছে। তাই মেলার মধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিড় লেগে থাকে। এই মেলায় শুধুমাত্র দিনহাটা শহরের মানুষেরাই নয় কোচবিহারের অন্যান্য বিভিন্ন এলাকা থেকে মানুষ এবং বাইরে থেকেও প্রচুর মানুষেরা ভিড় জমান।”

advertisement

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Janmashtami 2023: প্রতিবছরের মতো এবারও জমজমাট দিনহাটার জন্মাষ্টমীর মেলা! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল