মেলায় টুপি ও চশমার দোকান নিয়ে বসা ব্যবসায়ী সুদীপ বর্মন জানান, “ইতিমধ্যেই মেলায় ভিড় জমতে শুরু করেছে। তবে তাঁরাও দীর্ঘ সময় ধরে এই মেলার মধ্যে দোকান দেন। তবে এবারে জিনিসের দাম আগের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। এছাড়া নিত্য নতুন ধরনের নানা জিনিস এসেছে এবারের দোকানে। তবে তিনি আশাবাদী যে আগের বছর মুনাফার চাইতে এই বছর মুনাফা কিছুটা হলেও ভাল হবে। কারণ, সামনেই দুর্গা পুজো। সেইজন্য নিত্য নতুন ধরনের ফ্যাশনের জিনিস বেশ অনেকটাই বিক্রি হওয়ার সম্ভবনা রয়েছে। ” মহকুমা শহর দিনহাটার বুকে এই জন্মাষ্টমীর মেলায় প্রতিবছর সাধারণ মানুষের ভিড় রীতিমতো উপচে পড়ে।”
advertisement
আরও পড়ুন: সস্তায় দেশ অথবা বিদেশ ট্যুরের প্যাকেজ এবার হাতের মুঠোয়! কীভাবে? জানুন বিস্তারিত!
দিনাটার মহকুমার এক বাসিন্দা স্থানীয় প্রশান্ত কর জানান, “দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে এই মেলা এই এলাকায় গিয়ে আসছে। তবে আগের তুলনায় মেলার জৌলুস আরও অনেকটাই বেড়ে উঠেছে। দিন যাচ্ছে মেলা আরোও জমজমাট হচ্ছে। এবারের মেলায় মহিলাদের সাজসজ্জার জিনিসের পাশাপশি বাচ্চাদের খেলনার দোকান ও রকমারি খাওয়ার দোকান বসেছে। তাই মেলার মধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিড় লেগে থাকে। এই মেলায় শুধুমাত্র দিনহাটা শহরের মানুষেরাই নয় কোচবিহারের অন্যান্য বিভিন্ন এলাকা থেকে মানুষ এবং বাইরে থেকেও প্রচুর মানুষেরা ভিড় জমান।”
Sarthak Pandit